বাংলাদেশ ইস্যুতে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের (Ashim Sarkar) অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও বিধায়ক। পবিত্র কোরানের অবমাননা, ধর্মীয় ভাবাবেগে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করার জন্য এই এফআইআর দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম (Amirul Islam)ও মন্ত্রী আখরুজ্জামান। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা।

সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জঙ্গিপুর থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন। মন্ত্রী আখরুজ্জামান এফআইআর দায়ের করেন রঘুনাথগঞ্জ থানায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরান সম্পর্কে প্রকাশ্যে অশালীন, কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন। এটা মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় আবেগে আঘাত। সাংবিধানিক পদাধিকারী হিসেবে বিধায়ক অসীম সরকার সাংবিধানিক শপথ নিয়েও দায়িত্ব লঙ্ঘন করেছেন। তাঁর এমন অসাংবিধানিক বক্তব্যে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে । তাঁর এই বক্তব্য ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার মূল চেতনার পরিপন্থী এবং দেশের আইন অনুযায়ী উক্ত মন্তব্যের মাধ্যমে তিনি ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর বিভিন্ন ধারায় দণ্ডনীয় অপরাধ সংঘটিত করেছেন। তাই বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে যথাযথ আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানানো হয় এফআইআরে।

–
–

–

–

–

–

–

–
–


