Tuesday, December 30, 2025

রবীন্দ্রনাথ সান্যাল! অমিত শাহের অজ্ঞতাকে ধুয়ে দিল তৃণমূল

Date:

Share post:

ফের বাঙালি মনীষীদের প্রতি অসম্মান ও বাংলার ইতিহাস সম্পর্কে বিজেপি নেতৃত্বের অজ্ঞানতা প্রকাশ্যে। বাংলার দুই প্রাতঃস্মরণীয় মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর এবং শচীন্দ্রনাথ সান্যাল। দুজনের নাম গুলিয়ে এক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর এই মন্তব্য নিয়ে মোক্ষম খোঁচা দিয়েছে রাজ্যে শাসকদল তৃণমূল (TMC)। দলের পক্ষ থেকে নিজেদের এক্স হ্যান্ডলে লেখা হয়, “বহিরাগত বিজেপির সাংস্কৃতিক সাক্ষরতা শূন্য। তোমরা হোমওয়ার্ক করো। আমাদের মনীষীদের নিয়ে আলোচনা বন্ধ করো।“

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় আসছে বিজেপি নেতারা। কিন্তু বাংলার কৃষ্টি-সংস্কৃতি সম্পর্কে কোনও জ্ঞান নেই। বিভিন্ন সময় বাংলার মনীষীদের সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন বিজেপি (BJP) নেতারা। এবার অমিত শাহর সফরও তার ব্যতিক্রম নয়। মঙ্গলবার, সাংবাদিক বৈঠকে রবীন্দ্রনাথ ঠাকুর আর শচীন্দ্রনাথ সন্যালের নাম গুলিয়ে এক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। নিজেদের এক্স হ্যান্ডেলে তৃণমূল লেখে,
“রবীন্দ্রনাথ সান্যাল??
না, মি.অমিত শাহ,
রবীন্দ্রনাথ ঠাকুর। শচীন্দ্রনাথ সান্যাল। দুইজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। দুজন সম্পূর্ণ ভিন্ন মানুষ। কিন্তু পার্থক্যটা আপনি কীভাবে বুঝবেন?
কারণ আপনি তো বহিরাগত, আমাদের আইকনদের নিয়ে আলোচনা বন্ধ করুন। আমাদের খ্যাতিমান ব্যক্তিত্বদের অপমান করা বন্ধ করুন। যার ন্যূনতম সাংস্কৃতিক জ্ঞানটুকুও নেই। নিজের হোমওয়ার্ক ঠিকঠাক করুন। আমাদের আইকনদের বিকৃত করা বন্ধ করুন। আমাদের মণীষীদের অপমান করা বন্ধ করুন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো-নিজেও এভাবে অস্বস্তিতে পড়া বন্ধ করুন।”

তৃণমূলের কথায়, অমিত শাহ আবার প্রমাণ করলেন কেন তাঁরা বহিরাগত। বিজেপি নেতাদের যে সাংস্কৃতিক জ্ঞান শূন্য, তা আবার প্রমাণ হয়ে গেল অমিত শাহের কথায়। আর তাঁর এই ভ্রান্তিবিলাস নিয়ে তৃণমূল দ্ব্যর্থহীন ভাষায় তাঁকে এবং তাঁর দলকে বাংলাবিরোধী বলে আক্রমণ শানাল।

spot_img

Related articles

হাই কোর্টের নির্দেশে রাজ্যজুড়ে মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য শিবির

কলকাতা হাই কোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের শুরু থেকেই রাজ্যের মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য সচেতনতা...

নতুন বছরেই শুরু সংস্কারের কাজ, ইস্ট-মোহনের যুবভারতীতে আইএসএল খেলা নিয়ে সংশয়

গত ১৩ ডিসেম্বর মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলার জেরে ক্ষতিগ্রস্থ হয় যুবভারতী ক্রীড়াঙ্গন (Yubhabharati)। মাঠের টার্ফ থেকে গ্লাল্যারির বেশিরভাগ...

বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর খরচে লাগাম! কড়া নির্দেশ DGHS-এর 

বেসরকারি হাসপাতালগুলিতে ভেন্টিলেটর ও আইসিইউ পরিষেবার আকাশছোঁয়া খরচ এবং অস্বচ্ছ সিদ্ধান্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ...

মঙ্গল সন্ধ্যায় নন্দনে সঙ্গীতমেলায় গান গাইলেন মুখ্যমন্ত্রী, পা মেলালেন ছন্দে

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২৫ ডিসেম্বর থেকে নন্দনে শুরু হয়েছে সঙ্গীত মেলা। মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার বড়জোড়ার সভা সেরে সন্ধেয় সেখানে...