গত ১৩ ডিসেম্বর মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলার জেরে ক্ষতিগ্রস্থ হয় যুবভারতী ক্রীড়াঙ্গন (Yubhabharati)। মাঠের টার্ফ থেকে গ্লাল্যারির বেশিরভাগ অংশ। আগামী জানুয়ারি মাসে আইএসএল শুরু হওয়ার কথা, তার আগেই যুবভারতী (Yubhabharati) সংস্কারের কাজ শুরু করছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর, সম্প্রতি পুলিশের তরফে পূর্ত দফতরকে সংস্কারের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। সবুজ সংকেত পাওয়ার পরই পূর্ত দফতর দেরি না করেই জানুয়ারি মাসের শুরু থেকেই সংস্কারের কাজ শুরু করে দেবে।

পূর্ত দফতর সূত্রের খবর, তদন্তের সময় সংস্কারের কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। সম্প্রতি পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পরেই সংস্কারের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ত দফতরের এক আমলা জানিয়েছেন, “জানুয়ারি থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট, তাই কিছুটা সময় লাগতে পারে। তবে যত দ্রুত সম্ভব খেলাধুলা শুরুর উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য।”

মেসি ইভেন্টের বিশৃঙ্খলার পরেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে নিয়ে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, স্টেডিয়ামে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে দায়িত্ব দেওয়া হয় পূর্ত দফতরকে।

এখন প্রশ্ন জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আইএসএল শুরু হলে আদৌও কি তার আগে মাঠ তৈরি হবে। যুবভারতীতে দুই প্রধানের খেলা হয়। ফলে ইস্ট-মোহনের যুবভারতীতে খেলা নিয়ে সংশয় আছে।

–

–

–

–


