মহারাষ্ট্র, ওড়িশার পরে আরেক বিজেপিশাসিত রাজ্য অসমে (Assam) আক্রান্ত বাংলাভাষীরা। ডাবলইঞ্জিন সরকারের রাজ্যে মুর্শিদাবাদের বাসিন্দা বাঙালি ফেরিওয়ালার উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে ‘বাংলাদেশী’ বলে দাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। তিনি বাংলার ভূমিপুত্রকে বিমানে করে বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন।

শনিবার রাতে অসমের (Assam) শিলচরে মোটরবাইক করে ফিরছিলেন মুর্শিদাবাদের (Murshidabad) সূতির নুরপুরের বাসিন্দা রিঙ্কু শেখ। হঠাৎ রাস্তায় তাঁকে আটকান বেশ কিছু স্থানীয় যুবক। তাঁকে ‘বাংলাদেশী’ বলে অভিযোগ করে মারধর করা হয় বলে জানিয়েছেন রিঙ্কু। কোনওরকমে মোটরবাইক রেখে প্রাণ হাতে করে পালান ওই বাংলাভাষী যুবক। রবিবার শিলচরের রাঙিরখারি থানায় অভিযোগ দায়ের করেন রিঙ্কু। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁর প্রশ্ন, “আমি ভারতীয় মুসলিম নাগরিক। মুসলিম হওয়াটাই কি আমার অপরাধ? নাকি কাজ করে খাই, এটা অপরাধ।”

আক্রান্ত এই যুবকের পাশে দাঁড়িয়েছেন সুস্মিতা দেব। তিনি নিজের লেটারহেডে শিলচরের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসকে চিঠি লিখেছেন সেখানে পুরো ঘটনার বিবরণ দিয়ে রিঙ্কুর করা জিডির উল্লেখ করেছেন। সুস্মিতা দ্রুত আইনানুগ পদক্ষেপ করারও দাবি জানিয়েছেন। রিঙ্কুরা জানান, ভিন রাজ্যে তৃণমূলই পাশে দাঁড়িয়েছে তাঁদের। নিরাপদ আশ্রয় রেখেছে। এবং সুস্মিতা দেব নিজে বিমানের টিকিট কেটে তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য কৃতজ্ঞ রিঙ্কুরা।
–

–

–

–

–

–

–


