একদিকে পুরনো বছর শেষ হচ্ছে অন্যদিকে নতুন বছরকে বরণ করতে সকাল থেকে শুরু হয়েছে একাধিক প্ল্যানিং, উন্মাদনা। এর মাঝেই অনলাইন ডেলিভারিতে বাধা। দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন ডেলিভারি কর্মীরা(Gig workers strike)। কাজের চাপ থেকে শুরু করে প্রয়োজনীয় পারিশ্রমিক না পাওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ফলে বছরের অন্যতম ব্যস্ত দিনে খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের অনলাইন ডেলিভারি (Online Delivery) না হওয়ায় অচলাবস্থার আশঙ্কা করছেন গ্রাহকরা।

দিঘা থেকে দার্জিলিং ফেস্টিভ মুডে গোটা বাংলা। বর্ষশেষের সেলিব্রেশানে মেতেছে দেশের সব বড় মেট্রো সিটি। অনেকে প্ল্যানিং করেছেন বাড়িতেই অনলাইনে খাবার অর্ডার করে নেবেন। কিন্তু এখানেই বিপত্তি। অর্ডার ডেলিভারি দেবে কে? খাবার, গ্রসারি থেকে শুরু করে ই-কমার্স- সব ক্ষেত্রের ডেলিভারি কর্মীরা ৩১ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন ।এই ধর্মঘটের নেতৃত্বে রয়েছে তেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU) এবং ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কারস (IFAT)। সংগঠনের তরফে বলা হচ্ছে দিনের পর দিন কাজের চাপ বাড়ছে অথচ সেই মতো পারিশ্রমিক বাড়ানো হচ্ছে না। নির্ধারিত সময়ের বাইরে ওভারটাইম করতে হচ্ছে। সেই মতো নিরাপত্তা নেই, যত সময় যাচ্ছে ততই নিয়ম কঠোর হচ্ছে। বারবার বলেও কোন লাভ হচ্ছে না এর আগে ক্রিসমাসের দিন প্রায় ৬০ শতাংশ কর্মী ধর্মঘট করেছিলেন কিন্তু তাতে সমস্যার সমাধান না হওয়ায় এবার গোটা দেশ জুড়ে ডেলিভারি কর্মীদের সারাদিনব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত।

–
–

–

–

–

–

–

–


