বছর শেষে মন খারাপের খবর। মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন ( Damien Martyn)। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ৫৪ বছর বয়সেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মার্টিন। ২৬ ডিসেম্বর এই জটিল রোগে আক্রান্ত হয়েছেন মার্টিন।

অসুস্থ হওয়ার পরই হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, মেনিনজাইটিসে(Meningitis) আক্রান্ত মার্টিনের জীবন সংশয় রয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

কী এই মেনিনজাইটিস (Meningitis)রোগ? মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা আবরণীর সংক্রমণ ও প্রদাহ হলো মেনিনজাইটিস। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের দ্বারা হতে পারে। এটি একটি প্রাণঘাতী রোগ।
মার্টিনের সতীর্থ গিলক্রিস্ট জানিয়েছেন, মার্টিনকে ( Damien Martyn) আপাতত সেরা চিকিৎসা প্রদান করা হচ্ছে। মার্টিনের পার্টনার আমান্ডা এবং পরিবারবর্গ খুব ভাল করে জানে যে গোটা ক্রিকেট বিশ্ব আপাতত ঈশ্বরের কাছে প্রার্থনা করছে।

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেছেন মার্টিন। ১৪ বছরের কেরিয়ারে ৬৭ টেস্ট ও ২০৮ এক দিনের ম্যাচ খেলা,২০০৩ সালে ফাইনাল ম্য়াচে ভারতের বিরুদ্ধে তিনি অপরাজিত ৮৮ রান করেছিলেন। এবং রিকি পন্টিংয়ের সঙ্গে ২৩৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন। একদিনের ক্রিকেটে মার্টিন ৪০.৮০ গড়ে মোট ৫,৩৪৬ রান করেন। পাঁচটি সেঞ্চুরিও করেছেন।

ক্রিকেটের ২২ গজে, বহু কঠিন ইনিংসে দলকে বৈতরণী পার করে দিয়েছেন, এবার জীবন যুদ্ধের লড়াইয়ে মার্টিন।

–

–

–



