Wednesday, December 31, 2025

আঙুল নামান, আপনি মনোনীত-আমি নির্বাচিত: জ্ঞানেশ কুমারে আচরণের প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

“আঙুল নামিয়ে কথা বলুন। মনে রাখুন, আপনি মনোনীত। আমি নির্বাচিত।” দিল্লিতে (Delhi) জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) চোখে চোখ রেখে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আড়াই ঘণ্টার বৈঠক থেকে বেরিয়ে স্পষ্ট অভিষেক জানালেন, “এ দিনের বৈঠকে আমাদের প্রশ্নের কোনও উত্তর দিতে না পেরে মেজাজ হারিয়ে মুখ্য নির্বাচন কমিশনার আমার দিকে আঙুল তুলে কথা বলেছেন ৷ আমি তখন পাল্টা বলি, আঙুল নামিয়ে কথা বলুন৷ আমি জনতার দ্বারা নির্বাচিত ৷ মনোনীত নই ৷“

এদিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একে একে দশটি প্রশ্ন করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে ছিলেন তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতানেত্রীরাও৷ অভিষেকের তোলা দশটি প্রশ্নের কোনও উত্তরই দিতে পারেনি কমিশন৷ জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে তিনি বলেন, “এ দিনের বৈঠকে আমাদের প্রশ্নের কোনও উত্তর দিতে না পেরে মেজাজ হারিয়ে মুখ্য নির্বাচন কমিশনার আমার দিকে আঙুল তুলে কথা বলেছেন ৷ আমি তখন পাল্টা বলি, আঙুল নামিয়ে কথা বলুন৷ আমি জনতার দ্বারা নির্বাচিত৷ মনোনীত নই৷ সাহস থাকলে এ দিনের বৈঠকের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হোক৷ এরা আঙুল তুলে যা বলবে, তা মানা হবে না৷ আমরা কি বন্ডেড লেবার ? আমরা কি ক্রীতদাস?“

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, “কো অপারেটিভ মন্ত্রী কে? অমিত শাহ। তার সচিব কে ছিল? জ্ঞানেশ কুমার। আপনারা মনে করেন এটা কাকতালীয়? ওকে এই প্রতিষ্ঠান, সংবিধান, দেশ ধ্বংস করার মিশন দিয়ে এখানে পাঠানো হয়েছে। আমরা মানুষের ক্ষমতার সামনে মাথা নীচু করি। ক্ষমতায় থাকা মানুষের সামনে নয়।”

spot_img

Related articles

মৃত্যুতে অভিযুক্ত জ্ঞানেশ: FIR-এর তদন্তের ‘হুঁশিয়ারি’ নির্বাচন কমিশনের!

নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর ঘোষণায় রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে কেউ ভোটার, কেউ বিএলও। মৃত্যুতে...

এলটিসি সফরে বড় ছাড়, আন্দামান যেতে বিমানযাত্রার অনুমতি রাজ্য কর্মচারীদের

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লিভ ট্রাভেল কনসেশন (LTC) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ ছাড় দিল অর্থ দফতর। এতদিন আন্দামান ও...

নিরাপত্তা উদ্বেগে সুন্দরবনের দু’টি সেতুর জরুরি সংস্কারে ছাড়পত্র রাজ্যের

নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে সুন্দরবনের দু’টি গুরুত্বপূর্ণ সেতুর জরুরি সংস্কার ও মেরামতির পরিকল্পনায় অনুমোদন দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে...

রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী: স্বরাষ্ট্র সচিব জে পি মীনা

মহিলা মুখ্যমন্ত্রীর পর এবার রাজ্য পাচ্ছে প্রথম মহিলা মুখ্য সচিব। মনোজ পন্থের মেয়াদ শেষে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে...