দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা। তারপরেও সেখানেই শুধুমাত্র সরকারি পরিষেবার পানীয় জল খেয়ে অসুস্থ সাধারণ মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারকে কী ক্ষতিপূরণ (compensation), প্রশ্ন শুনে মেজাজ হারালেন মধ্যপ্রদেশের সংসদ বিষয়ক মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। এমনকি সাংবাদিককে (journalist) আশ্রব্য গালি দিতেও দ্বিধাবোধ করেননি বিজেপির দীর্ঘদিনের মন্ত্রী। কার্যত স্পষ্ট কোনও উপায় না দেখেই অপশব্দের খেলায় বিজেপির নেতারা।

শহরে পানীয় জলের দূষণে এখনও পর্যন্ত মৃতদের পরিবারের সামনে কোনও উত্তর দিতে পারেনি মোহন যাদবের (Mohan Yadav) বিজেপি শাসিত সরকার। আবার এই ইন্দোরেরই (Indore) বিধায়ক তথা মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। দীর্ঘসময় বিধায়ক থাকাকালীন কতটা দুর্নীতিগ্রস্ত কৈলাস, তা প্রমাণ করেছে জল দূষণের ঘটনা।

পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমসিম কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। শেষ পর্যন্ত যাবতীয় হতাশা উগরে দিলেন সাংবাদিকের (journalist) উপর। সাম্প্রতিক ঘটনার পর্যালোচনা সেরে ফেরার পথে সাংবাদিকরা প্রশ্ন করেন কৈলাসকে। মৃতদের পরিবার ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। মেজাজ হারিয়ে কৈলাস প্রশ্নের উত্তর দেন মিডিয়া তার কোনও ক্ষতি করতে পারবে না। সেই সঙ্গে অশ্রাব্য গালাগালিও দেন সাংবাদিককে।
আরও পড়ুন : দেশের ‘সবচেয়ে পরিছন্ন শহর’ ইন্দোরে জলবাহিত রোগে মৃত ৭, আক্রান্ত হাজারের বেশি

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। এরপর সাফাই দিতেও ছাড়েননি কৈলাস। দাবি করে,ন দুদিন ধরে তাঁর লোকজন পরিস্থিতির সামলাতে এবং মানুষকে বিশুদ্ধ পানীয় জল দিতে বিনিদ্র রাত কাটাচ্ছে। সেখানে তাঁর কথার অপব্যাখ্যা করা হচ্ছে। যদিও পাল্টা নেটিজেনরা তুলে ধরেন, কিভাবে আগেও একাধিকবার মুখে লাগাম টানতে ব্যর্থ হয়েছিলেন বিজেপির দুঁদে নেতা।

–

–

–

–

–


