Wednesday, January 7, 2026

প্রস্তুতি খতিয়ে দেখতে সোমে সাগরে মুখ্যমন্ত্রী! শিলান্যাস গঙ্গাসাগর সেতুর 

Date:

Share post:

সোমবার গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এ বারও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তাঁর এই সফর। তবে এ বার রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ বছর কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর ভিড় অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হওয়ার সম্ভাবনা। সেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর নির্বিঘ্ন যাতায়াত ও পরিষেবার বিষয়টি নিশ্চিত করতে বহু আগেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। দফায় দফায় নবান্নে প্রশাসনিক বৈঠক করে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিক মন্ত্রীকে আলাদা আলাদা দায়িত্বও বণ্টন করা হয়েছে। সবকিছু সরেজমিনে খতিয়ে দেখতেই এ বার নিজে সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

সোমবার গঙ্গাসাগরে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে যাবেন কপিলমুনির আশ্রমে। সেখান থেকে তাঁর সফরসূচিতে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন। তবে এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, মুড়িগঙ্গার ওপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস। বহু বছর ধরে এই সেতুর দাবি উঠলেও কেন্দ্রীয় সরকারের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি। শেষ পর্যন্ত রাজ্য সরকারই এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে।

চার লেনের এই সেতু তৈরি হলে গঙ্গাসাগরে যাতায়াতে আমূল পরিবর্তন আসবে। আর ভেসেল বা লঞ্চে করে মুড়িগঙ্গা পেরোতে হবে না। জোয়ার-ভাটার জন্য অপেক্ষার ঝক্কিও থাকছে না। সরাসরি গাড়িতে করেই অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, এই সেতু নির্মাণে প্রায় ১৭০০ কোটি টাকা খরচ হবে। সম্পূর্ণ ব্যয় বহন করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বিশেষ পদ্ধতিতে মুড়িগঙ্গার ওপর এই সেতু নির্মাণ করা হবে।

সফরের অংশ হিসেবে একাধিক প্রশাসনিক কর্মসূচিও রয়েছে। জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড সংলগ্ন এলাকায় পুণ্যার্থীদের জন্য তৈরি ১০০ শয্যার হস্টেলের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি সাগরে নির্মিত ‘বাংলার মন্দির’-এরও উদ্বোধন রয়েছে তাঁর কর্মসূচিতে।

মুখ্যমন্ত্রীর এই গঙ্গাসাগর সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে বহুদিনের স্বপ্নের গঙ্গাসাগর সেতুর শিলান্যাস হতে চলেছে—এই খবরে খুশির হাওয়া এলাকায়।

আরও পড়ুন – নাগরিকত্ব না থাকলে ভোটার তালিকাতেও নয়! মতুয়াদের কোপ বিজেপির সর্বভারতীয় নেতার

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আনন্দপুরে নোনাডাঙা বস্তিতে বিধ্বংসী আগুন! এলাকায় আতঙ্ক

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বুধবার সন্ধ্যায় আনন্দপুরের নোনাডাঙা বস্তি সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন (massive fire in kolkata) লাগে।...

যুবভারতীর পরিবেশ পছন্দ হয়নি! পরোক্ষে বুঝিয়ে দিলেন মেসি

ভারত সফর সেরে ফিরে গিয়েছেন কয়েক সপ্তাহ আগে। কলকাতা  বাদ দিলে বাকি তিন  মাঠে অনু্ষ্ঠান ভালো ভাবে হয়েছে।...

এসআইআর ইস্যুতে বিজেপিকে নিশানা! SIR-এ বলি ওসমান মোল্লার পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক 

বিজেপির চক্রান্ত এবং নির্বাচন কমিশনের নির্লজ্জ পক্ষপাতিত্বের বলি হয়েছে বাংলার একাধিক মানুষ। বুধবার বালুরঘাটে গিয়ে SIR-এর অমানবিক চাপের...

সারমেয়দের মেজাজ কি বোঝা সম্ভব? প্রতিরোধই জরুরি: মন্তব্য সুপ্রিম কোর্টের

পথকুকুর কখন কামড়াবে বা আদৌ কামড়াবে কি না, তা মানুষের পক্ষে আগে থেকে বোঝা সম্ভব নয়। ফলে প্রতিরোধই...