ভারতীয় দলের ক্রিকেটার। কিন্তু তার পরেও ভোটাধিকারের প্রমাণ দিতে হবে মহম্মদ শামিকে (Mohammed Shami)। SIR শুনানিতে ডাক পেলেন মহম্মদ শামি। বাংলার হয়ে খেলা থাকায় আপাতত হাজিরা দিতে পারছেন না।

বর্তমানে রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি (Mohammed Shami)। সেখানকার ভোটার হিসাবে নথিভুক্ত রয়েছে তারকা পেসারের নাম। সোমবার যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল তাঁকে। কিন্তু এসআইআর(SIR) শুনানিতে সোমবার হাজিরা দিতে পারছেন না শামি। বর্তমানে শামি আছেন রাজকোটে। বাংলা দলের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন তারকা পেসার।

শামির পরিবারের পক্ষ থেকে স্থানীয় বিএলও-কে জানানো হয়েছে সোমবার শামির পক্ষে শুনানিতে তাঁর পক্ষে যোগ দেওয়া সম্ভব নয়। আগামী ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিনি সময় পাবেন শুনানিতে হাজিরা দেওয়ার জন্য। বিজয় হাজারে ট্রফির পরের রাউন্ডে উঠলে ১২ জানুয়ারি ফের বাংলা দলে যোগ দেবেন শামি।
উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্ম হলেও শামি ক্রিকেটের টানেই চলে আসেন বাংলায়। দীর্ঘদিন ধরেই বাংলার বাসিন্দা, বাংলার হয়েই প্রতিনিধিত্ব করেন। কিন্ত তার পরেও বাংলার ভোটাধিকারের প্রমাণ দিতে হবে জাতীয় দলের তারকা পেসারকে।

স্থানীয় পৌর সদস্যা মৌসুমী দাস গোটা বিষয়টির দিকে নজর রাখছেন। তাঁকে বিএলএ-রা সব রকম সহযোগিতা করবেন জানিয়েছেন তিনি।

–

–

–

–

–


