Saturday, January 10, 2026

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

Date:

Share post:

পদ্মপার্টির নির্দেশে আইপ্যাক (IPAC) অফিসে ইডি হানা ও তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি চুরির প্রতিবাদে শুক্রবার পথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুর দুটো নাগাদ যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু হবে। দলীয় নেতাকর্মী সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে মহানগরীতে আজ মহামিছিল হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাত থাকতেই লোকজন জমায়েত করতে শুরু করেন বলে খবর। যত সময় গড়াচ্ছে ততই ভিড় বাড়ছে। বৃহস্পতিবার যেভাবে ED-কে দিয়ে বিজেপি ডাকাতি করেছে তার প্রতিবাদে রাজ্যজুড়ে ব্লকে ব্লকে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন অসংখ্য ঘাসফুলের কর্মী সমর্থকরা। আজ কলকাতার মিছিলে জেলা থেকেও লোক আসবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে পৌঁছে যান ইডি আধিকারিকরা। পুরনো এক মামলার তদন্তে তল্লাশির নামে তৃণমূলের ভোট স্ট্র্যাটেজি চুরি করতে এসেছিল কেন্দ্রীয় সংস্থা বলে অভিযোগ রাজ্যের শাসকদলের। প্রতীকের বাড়ি এবং অফিস দুই জায়গাতেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন, তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে। সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসের সামনে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো দলের পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করে দিয়েছেন। বলেন, “তাঁদের উপর বিজেপির এই আক্রমণ, বিজেপির লুট, ডাকাতির বিরুদ্ধে মিছিল করা হবে। ভোটের আগে মনে পড়ে ভোট বন্দি নোট বন্দি। জেন্সি সারাক্ষণ খালি হামলা করবে। করছে লুট, বলছে ঝুট।“ মমতা সাফ জানান, “ভোটের আগে সব চুরি করে নিয়ে পালিয়েছে। বাড়িতে চুরি করতে এলে আমি আটকাব না? আঘাত করলে প্রত্যাঘাত হবে।“ এদিন যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের সামনে থেকে মিছিল শুরু হয়ে যাদবপুর ফাঁড়ি, প্রিন্স আনোয়ার শাহ রোড, টালিগঞ্জ, গড়িয়াহাট, রাসবিহারী হয়ে মিছিল হাজরাতে শেষ হবে। থাকবেন খোদ মুখ্যমন্ত্রী।

 

spot_img

Related articles

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...