পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda scholarship) ও ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা হয়। বিকাশ ভবনের এই স্কলারশিপ SVMCM পোর্টালের মাধ্যমে দেওয়া হয়। গত সেপ্টেম্বর মাস থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নভেম্বর থেকে ঐক্যশ্রীর (Aikyashree) আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। এবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রিনিউয়াল আবেদনের (renewal application) সময়সীমা বাড়ানো হল।

শিক্ষা দফতর সূত্রে জানা গেছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রেশ ও রিনিউয়াল আবেদন (government scheme) ছেড়ে ফেলতে বলা হয়েছে ছাত্র-ছাত্রীদের। যাতে দ্রুত ব্যাংক অ্যাপ্রুভাল হয়ে যায় এবং সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে পারে রাজ্য সরকার। যদিও আবেদন গ্রহণের শেষ তারিখ কবে তা নিয়ে কোনও নোটিশ জারি করা হয়নি।

–
–

–

–

–

–

–

–


