শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন বার্তা আবহাওয়া দফতরের। চলতি সপ্তাহে মকর সংক্রান্তি পর্যন্ত ফের পারদ পতনের ইঙ্গিত (forecast) আলিপুর আবহাওয়া দফতরের। তবে সোমবার রেকর্ড পারদ পতনের (lowest temperature) সাক্ষী থাকলো নদিয়ার কল্যাণী (Kalyani)।

জানুয়ারির শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমেছিল বীরভূমের শ্রীনিকেতন, সিউড়িতে। সেই রেকর্ডকে ছাপিয়ে না গেলেও সোমবারের সর্বনিম্ন তাপমাত্রার (minimum temperature) রেকর্ড থাকল কল্যাণীর (Kalyani) দখলে। সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ালো ৭ ডিগ্রিতে। চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রির কাছাকাছি।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একইভাবে প্রায় দু ডিগ্রি করে তাপমাত্রার পারদ নামবে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বীরভূম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। কলকাতা লাগোয়া জেলাগুলিতে তাপমাত্রার পারদ সর্বনিম্ন ১০ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস।
আরও পড়ুন : নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

উত্তরে জেলাগুলিতে (north Bengal) ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিতে নেমেছে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় চলতি সপ্তাহে আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না, বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

–

–

–

–

–


