সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

Date:

Share post:

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে দ্রুত শুনানির আবেদন করে দুটি মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। সোমবার দ্রুত শুনানির আবেদন জানিয়ে একদিকে যেমন ইডি একটি মামলা দায়ের করে, অন্যদিকে ইডি-র তিন আধিকারিক একটি মামলা দায়ের করেন। সেই মামলায় রাজ্যের শীর্ষ আধিকারিক থেকে মুখ্যমন্ত্রীকেও যুক্ত করা হয়েছে। সোমবার সকালেই দুটি মামলা দায়ের ইডি-র।

তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের পরবর্তী শুনানির দিন পছন্দ হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। একদিকে নির্বাচনের আগে কোনওভাবেই যেন তদন্তে বাধা না আসে, তার আবেদন। অন্যদিকে ইডি আধিকারিকদের বিরুদ্ধে যেন পদক্ষেপ আগে থেকে কলকাতা পুলিশ না নিতে পারে, তার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ফলে শনিবারই সুপ্রিম কোর্টে ই-মেল মারফৎ মামলার আবেদন জানানো হয়।

সোমবার সকালে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার তালিকায় ইডি-র দুটি মামলা দেখা যায়। একটি মামলা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইডি-র তরফে দায়ের হয়। যেখানে তদন্তে বাধা দানের অভিযোগ রয়েছে। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার যাতে তদন্তে আর বাধা দিতে না পারে, তা নিয়ে আবেদন করা হয়। সেই সঙ্গে আইপ্যাকে ইডি বৃহস্পতিবার যে তল্লাশি অভিযান চালিয়েছিল, তাতে বাধা দানে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়।

অন্য একটি মামলা দায়ের করেন ইডি-র তিন আধিকারিক। ঘটনার দিন তল্লাশিতে যে আধিকারিকরা যুক্ত ছিলেন তাঁরা এই মামলা দায়ের করেছেন, তদন্তে বাধার অভিযোগ তুলে। ইডি আধিকারিকরা যে বাধা পেয়েছেন, তার উল্লেখ রয়েছে এই মামলায়। সেই সঙ্গে কোনও শুনানির আগে মুখ্যমন্ত্রীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে যাতে কলকাতা পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে না পারে, তারও সওয়াল চালাবে ইডি।

আরও পড়ুন : ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এই মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। ফলে মামলার শুনানি সুপ্রিম কোর্টে সোমবার শুনানি হলেও তাতে কোনও রায় ঘোষণা বা পদক্ষেপ নেওয়ার আগে রাজ্য সরকারের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।

spot_img

Related articles

সোলানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নাবালকের, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

হিমাচল প্রদেশের সোলানে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire incident)! সোমবার ভোরে আর্কি এলাকার এক পুরোনো বাস স্ট্যান্ডে আগুন লেগে...

ভোটের আগে ইডি-র হানা: CPIM-এর উল্টো পথে শরিকদল CPIML

লোকসভা নির্বাচনের আগে যে শরিক দলের হাত ধরে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিল বাংলার সিপিআইএম, সেই শরিক...

নথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর

ফের SIR-এর শুনানি-পর্বে মানুষের হয়রানির অভিযোগ তুলে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠি দিলেন বাংলার...

প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মিশনে ধাক্কা: নিখোঁজ ‘অন্বেষা’-সহ একাধিক স্যাটেলাইট

বছরের প্রথম মহাকাশ মিশনেই বড় ধাক্কা ISRO-তে। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 রকেট উৎক্ষেপিত...