জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেদের বাগদানের খবর জানিয়েছেন শিখর ও সোফি। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বিয়ে করতে চলেছেন এই তারকা যুগল। দিল্লিতে হবে বিয়ে। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে শিখর ধাওয়ান। যদিও এই প্রস্তুতি হচ্ছে একেবারেই গোপনে।

ইনস্টাগ্রামে দু’জনের ছবি দিয়ে ক্যাপশনে ধাওয়ান লিখেছেন, ‘আজীবনের পথচলার সূচনা।’ সঙ্গে ক্যাপশনে শিখর লিখেছেন, ‘একসঙ্গে হাসি থেকে একসঙ্গে স্বপ্ন দেখা। এত ভালবাসা পেয়ে ধন্য। চিরকাল একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সবার শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।’

বেশ কয়েক মাস ধরেই সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান (Shikhar Dhawan)। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ধাওয়ান-সোফি। দিল্লি এনসিআরে বিয়ের অনুষ্ঠান হবে।ক্রিকেটমহল ও বলিউডের অনেক তারকা উপস্থিত হতে পারে তাঁদের বিয়েতে। ইতিমধ্যে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন।

কিন্তু কে এই সোফিয়া? আয়ারল্যান্ডের নাগরিক সোফি পেশায় একজন কর্পোরেট প্রোফেশনাল। মার্কেটিং ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ক্যাসলট্রয় কলেজ থেকে। বর্তমানে আবুধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পো সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।

–

–

–

–

–


