Thursday, January 15, 2026

খেঁকশিয়ালকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, দিল্লির চিড়িয়াখানায় চাঞ্চল্য

Date:

Share post:

শীতের মরশুমে নির্মম ঘটনা দিল্লির চিড়িয়াখানায় (Delhi Zoo)।  ঠান্ডার সময়ে পর্যটকদের ভিড় বাড়ছে দিল্লির ন্যাশনাল জুলজিক্যাল পার্কে। কিন্ত এরই মধ্যে একটি খেঁকশিয়ালকে(Jackal )জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল। স্বাভাবিকভাবেই এমন একটা অভিযোগ প্রকাশ্যে আসতেই পরিবেশ ও বন মন্ত্রক তৎপর হয়ে উঠেছে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির চিড়িয়াখানার কর্মী ইউনিয়নের তরফে অভিযোগটি করা হয়। পরিবেশ মন্ত্রক সূত্রে খবর, ২২ নভেম্বর এনক্লোজার থেকে পালিয়ে গিয়েছিল চারটি খেঁকশিয়াল(Jackal )। তিনটিকে উদ্ধার করে এনক্লোজারে ফেরত পাঠানো হলেও একটি হিমালয়ান ভালুকের এনক্লোজ়ারের মধ্যে ঢুকে যায়। খেঁকশিয়ালটি সেখানে ভালুকের খোঁড়া মাটির সুড়ঙ্গে ঢুকে যায়। পশুটিকে উদ্ধার করতে সবরকম নিয়ম মানেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ তুলেছে ইউনিয়ন।

কিন্তু সমস্যা শুরু হয় যখন দায়িত্বে থাকা রেঞ্জার এনক্লোজারের মধ্যে লঙ্কাগুঁড়ো ছড়িয়ে, আগুন লাগিয়ে দেন। খেঁকশিয়ালটিকে জীবন্ত পুড়িয়ে মারার চিন্তা করেছিলেন তিনি এমনটাই দাবি করা হয়। দু’দিন পরে এনক্লোজারের ভেতর থেকে খেঁকশিয়ালের দেহটি উদ্ধার করানো হয়। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তে না পাঠিয়ে রেঞ্জ অফিসার সরাসরি সেটা পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

চিড়িয়াখানার অধিকর্তা গোটা ঘটনা অস্বীকার করে জানিয়েছেন, এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি। অভিযোগ পেয়ে জয়েন্ট ডিরেক্টর তদন্তের নির্দেশ দিয়েছেন সেই কথাও বলেছেন তিনি। কেন্দ্রও তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

spot_img

Related articles

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে না পারার...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...

আমেদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রয়াত ক্যাপ্টেনের আত্মীয়কে তলব

গত বছরের জুন মাসের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার তদন্ত নিয়ে ফের দ্বন্দ্ব। সেদিনের দুর্ঘটনার তদন্তের কারণে...

সেবাশ্রয়ে মাথাটা দেখিয়ে যান: নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে মোক্ষম খোঁচা অভিষেকের

ওষুধ খেতে হবে না। নন্দীগ্রামে সেবাশ্রয়ে এসে মাথাটা দেখিয়ে যান। নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীকে...