জনসেবার ধারাবাহিক যাত্রা অব্যাহত রেখে ‘সেবাশ্রয় ২.০’ (Sebaashray 2.0) মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে। এবার সহানুভূতি ও মানবিকতার আরও এক উদাহরণ তৈরি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । লিম্ব লেন্থ ডিসক্রেপ্যান্সিতে (Limb leanth discrepancy) আক্রান্ত বিষ্ণুপুরের ১০ বছরের শিশু অনুরাগ পালের (Anurag Paul) চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ ডায়মন্ড হারবারের সাংসদের। আগামী সপ্তাহে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত দেশের খ্যাতনামা অস্থি-সংক্রান্ত চিকিৎসা কেন্দ্র গঙ্গা হাসপাতালে নাবালকের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


সহজলভ্যতা এবং সময়োপযোগী চিকিৎসার প্রতি নিজেদের অটল অঙ্গীকার আরও একবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল অভিষেকের এই উদ্যোগ। মানুষের সেবায় তৈরি হওয়া সেবাশ্রয় স্বাস্থ্যশিবির থেকেই এবার চলাফেরার শক্তি ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করবে অনুরাগ। অভিষেকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছে শিশুটির পরিবার। চিকিৎসার সম্পূর্ণ প্রক্রিয়া অর্থাৎ অস্ত্রোপচার, হাসপাতালে ভর্তি ও সংশ্লিষ্ট যাবতীয় খরচের জন্য প্রায় ছয় লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। অভিষেক ব্যক্তিগতভাবে সম্পূর্ণ খরচ বহন করবেন। রোগীর সঙ্গে থাকবেন মেডিক্যাল এসকর্ট ডা. সুরজ হালদার এবং স্বেচ্ছাসেবক শ্রী শুভদীপ হালদার, যাঁরা সার্বক্ষণিক চিকিৎসা তত্ত্বাবধান ও মানবিক সহায়তা নিশ্চিত করবেন।

আরও পড়ুন: আজ নদিয়া সফরে অভিষেক, রোড শো করবেন কৃষ্ণনগরে
সেবাশ্রয়ের মাধ্যমে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য মোট ৮ লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয়েছে। এই ঘটনা আবার প্রমাণ করল সেবাশ্রয় ২.০ কেবল একটি স্বাস্থ্যপরিষেবা উদ্যোগ নয়, এটি একটি দৃঢ় অঙ্গীকার—কোনও শিশুর ভবিষ্যৎ যেন আর্থিক অসচ্ছলতার কারণে থমকে না যায়। এই কর্মসূচি যত এগিয়ে চলেছে, প্রতিটি সফল চিকিৎসাই প্রমাণ করছে এমন এক জনসেবার মডেল, যেখানে সহমর্মিতাই পথপ্রদর্শক, আর যত্ন, সাহস ও আশায় নতুন করে গড়ে উঠছে অসংখ্য জীবন।

–

–

–

–

–

–
–
–


