SIR শুনানিতে ক্রীড়াবিদদের হয়রানি অব্যহত। জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার পর এবার শুনানিতে ডাক পড়ল জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবির(Rahim Nabi)। আগামী ২৮ তারিখ তাঁকে শুনানিতে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে।

পাণ্ডয়া বিধানসভার বাসিন্দা রহিম নবি। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটেও লড়েন নবি (Rahim Nabi)। কিন্ত হেরে যান। তবে রাজনীতি ছাড়েননি নবি। তিন প্রধানেই চুটিয়ে খেলেছেন সঙ্গে জাতীয় জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলার পরও নবিকে তলব করল নির্বাচন কমিশন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পর কমিশনের তলবে হতাশ নবি।

বিশ্ব বাংলা সংবাদককে ফোনে নবি বলেন, “আমাকে SIR শুনানিতে ডাকা হয়েছে আগামী ২৮ তারিখ। এত বছর দেশের হয়ে খেলার পর আমাকে প্রমাণ দিতে হবে আমি এই দেশের নাগরিক। এটা অত্যন্ত বেদনার এবং হতাশার। ”
এর আগেও জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল, , কম্পটন দত্ত, ফুটবলার মেহতাব হোসেন অলোক মুখোপাধ্যায়দের পরিবারের সদস্যদের এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও নিজেদের বৈধ ভোটার পরিচয় প্রমাণ করতে হওয়ায় প্রশ্ন তুলছেন খেলোয়াড় মহল। অভিযোগ উঠছে, এসআইআরের নামে ক্রীড়াবিদদের হেনস্থা করা হচ্ছে।

গত ১২ জানুয়ারি এই নিয়ে ক্রীড়াবিদরা সমবেত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন । ভবানীপুর ক্লাবের সামনে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝি, প্রশান্ত চক্রবর্তী প্রতিবাদ জানান। ছিলেন অন্য খেলার প্রতিনিধি থেকে ক্লাব কর্তারাও। খেলার মাঠে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু তার পরেও তুচ্ছ কোনও কারণে তাদের বা তাদের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা হচ্ছে।

শুনানিতে হাজির হয়ে লক্ষ্মীরতন শুক্ল বলেন, তিনি সিস্টেমের উপর ভরসা রাখেন, তবে কারও যেন ক্ষতি না হয়, সেটাই কাম্য। শামিও কয়েকদিনের মধ্যেই শুনানিতে অংশ নেবেন।

–

–

–

–
–
–
–


