Sunday, January 18, 2026

SIR: লক্ষ্মী-শামির পর শুনানিতে তলব, কমিশনের সিদ্ধান্তে গর্জে উঠলেন নবি

Date:

Share post:

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হয়রানি অব্যহত। জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার পর এবার শুনানিতে ডাক পড়ল জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবির(Rahim Nabi)। আগামী ২৮ তারিখ তাঁকে শুনানিতে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে।

পাণ্ডয়া বিধানসভার বাসিন্দা রহিম নবি। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটেও লড়েন নবি (Rahim Nabi)। কিন্ত হেরে যান। তবে রাজনীতি ছাড়েননি নবি। তিন প্রধানেই চুটিয়ে খেলেছেন সঙ্গে জাতীয় জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলার পরও নবিকে তলব করল নির্বাচন কমিশন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পর কমিশনের তলবে হতাশ নবি।

বিশ্ব বাংলা সংবাদককে ফোনে নবি বলেন, “আমাকে SIR শুনানিতে ডাকা হয়েছে আগামী ২৮ তারিখ। এত বছর দেশের হয়ে খেলার পর আমাকে প্রমাণ দিতে হবে আমি এই দেশের নাগরিক। এটা অত্যন্ত বেদনার এবং হতাশার। ”

এর আগেও জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল, , কম্পটন দত্ত, ফুটবলার মেহতাব হোসেন অলোক মুখোপাধ্যায়দের পরিবারের সদস্যদের এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও নিজেদের বৈধ ভোটার পরিচয় প্রমাণ করতে হওয়ায় প্রশ্ন তুলছেন খেলোয়াড় মহল। অভিযোগ উঠছে, এসআইআরের নামে ক্রীড়াবিদদের হেনস্থা করা হচ্ছে।

গত ১২ জানুয়ারি এই নিয়ে ক্রীড়াবিদরা সমবেত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন । ভবানীপুর ক্লাবের সামনে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝি, প্রশান্ত চক্রবর্তী প্রতিবাদ জানান। ছিলেন অন্য খেলার প্রতিনিধি থেকে ক্লাব কর্তারাও। খেলার মাঠে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু তার পরেও তুচ্ছ কোনও কারণে তাদের বা তাদের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা হচ্ছে।

শুনানিতে হাজির হয়ে লক্ষ্মীরতন শুক্ল বলেন, তিনি সিস্টেমের উপর ভরসা রাখেন, তবে কারও যেন ক্ষতি না হয়, সেটাই কাম্য। শামিও কয়েকদিনের মধ্যেই শুনানিতে অংশ নেবেন।

spot_img

Related articles

ছ’মাসের বিরতি! কবে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরবেন রো-কো জুটি?

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। এরপর শুরু হবে টি২০ ক্রিকেটের রমরমা। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে...

এভাবে অভ্যর্থনা! মোদির মঞ্চে বাজল সেবাশ্রয়ের গান!

বাংলায় যেভাবে সংগঠন করতে ব্যর্থ বিজেপি তারই প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদির সিঙ্গুরের সভা মঞ্চে। দলের নেতা...

পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী...

বৈভবের ক্যাচ ফেরাল সূর্যকুমারের স্মৃতি, নেট দুনিয়ায় ভাইরাল কিশোরের কীর্তি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শুরুতেই ছন্দে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারত। ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সকে ছাপিয়ে...