ছুটির সকালের শহরের সর্বনিম্ন তাপমাত্রার গ্রাফ সামান্য নিম্নমুখী। উত্তুরে হাওয়া না থাকায় কনকনে অনুভূতি কম। তবে ভোরের দিকে ঘন কুয়াশার দাপটে জেরে দৃশ্যমানতা কমেছে জেলায় জেলায়। বেলা বাড়তেই চড়া লাগছে রোদ। আগামী দু-তিন দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরে জেলায় জেলায় জাঁকিয়ে শীত (Winter)!

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হবে। ফলে সরস্বতী পুজোয় কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা প্রায় নেই। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.৫ ডিগ্রি কম। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং কোচবিহারে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

–
–

–

–

–

–

–

–


