অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শুরুতেই ছন্দে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশকে হেলায় হারিয়েছে ভারত। ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সকে ছাপিয়ে চর্চায় বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) দুরন্ত ক্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে বৈভবের ক্যাচেই ম্যাচে ফিরল ভারত। সেইসঙ্গে বৈভবের ক্যাচ ফেরাল টি২০ বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদবের(surya kumar yadav) স্মৃতি।

বাংলাদেশের ইনিংসের ২৬তম ওভার। বিহান মালহোত্রার বলে তুলে মারেন মহম্মদ সামিউন বসির রাতুল। একটা সময় মনে হচ্ছিল বল বাউন্ডারি লাইনের সীমা পেরিয়ে যাবে। তখন ডিপ লং অফে ফিল্ডিং করছিল বৈভব ( Vaibhav Suryavanshi)। অসাধারণ জাজ বল প্রথমে তালুবন্দি করেন। তবে প্রথমে ঠিকমতো নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তৎক্ষণাৎ বলটি হাওয়ায় ছুড়ে দিয়ে নিজে চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। এরপর অতি দ্রুত মাঠে ফিরে ক্যাচ নেন। এরপর পর পর উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

বৈভবের ক্যাচটিকেই টার্নিং পয়েন্ট বলে মনে করা হচ্ছে। কারণ সেই সময় বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৬ রান। সামিউন ফিরতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে।ভারত জয় পেল। বৈভবের এই ক্যাচের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাট হাতে দক্ষতা আগেই প্রমাণ করেছেন এবার কিন্ত ফিল্ডিংয়ে নিজের জাত চেনালেন বিহারের ১৪ বছরের তারকা।
View this post on Instagram
এর আগে বাংলাদেশের বিরুদ্ধে সূর্যবংশী ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। এই ম্যাচে ঘটনার ঘনঘটা। বড়দের দেখানো পথে হাঁটল ছোটরাও। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে করমর্দন করলেন না বাংলাদেশের সহ–অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করলেন না।

–

–

–

–

–

–


