এসআইআর শুনানিতে হাজিরা দিলেন মহম্মদ শামি(Mohammed Shami)। মঙ্গলবার বিক্রমগড়ের কাটজুনগর বিদ্যাপীঠে শুনানিতে আসেন জাতীয় দলের ক্রিকেটার। “SIR শুনানিকে উপেক্ষা করবেন না” হাজিরায় দিয়ে সাধারণ মানুষকে বার্তা দিলেন শামি(Mohammed Shami)।

এর আগে জানুয়ারি মাসের শুরুতেই শামিকে শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু বাংলা দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। বিলিও-র মাধ্যমে কমিশনকে জানিয়ে দেন ২০ তারিখ হাজিরা দিতে পারবেন। অবশেষে নির্ধারিত দিনেই নিজের বুথের শুনানি কেন্দ্রে উপস্থিত হলেন শামি(Mohammed Shami)।

এই কেন্দ্রে কয়েকদিন আগেই শুনানিতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। এবার সেই কেন্দ্রে এলেন তারকা ক্রিকেটার শামি। তাঁর আগমনের জন্য নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়। শুনানিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন শামি।
শুনানি শেষে শামি সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শামি বলেন, ”SIR-কে কখনওই উপেক্ষা করা উচিৎ নয়। যদি ডাক পরে তবে সবারই আসা উচিৎ। নাম বা অন্য কোনও বিষয়ে সংশোধণের বিষয়টি অবশ্যই প্রয়োজন। যতবার ডাকবে ততবার আসব। কোনও সমস্যার মধ্য়ে পড়তে হয়নি আমাকে। সবাই খুব সাহায্য় করেছে আমাকে।”

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলার রঞ্জি ট্রফির ম্যাচ। সোমবার রাতে কলকাতায় আসেন শামি। মঙ্গলবার এসআইআর শুনানিতে হাজিরা দিয়ে কল্যাণী উদ্দেশ্যে রহনা দেন শামি। এর আগে শামি ছাড়াও ক্রীড়াবিদদের মধ্যে লক্ষ্মীরতন শুল্কা, কম্পটন দত্ত,রহিম নবির মতো তারকা ক্রীড়াবিদদের ডাকা হয় শুনানিতে।

–

–

–

–

–



