শেখ হাসিনার (Seikh Hasina) পতনের পর বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছে মহম্মদ ইউনূসের সরকার। এরপর প্রায় এক বছর অতিক্রান্ত। পরিসংখ্যান বলছে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে পদ্মাপাড়ে অপরাধ বেড়েছে প্রায় ৭১ শতাংশ। বেড়েছে চুরি – ছিনতাই – খুন – অপহরণ – রাহাজানির ঘটনা। ডাকাতির ঘটনা বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। এটাই বাংলাদেশের বর্তমান ছবি। আরও পড়ুন: ফের ভাঙড়ে বোমাবাজি! ঝলসে গেল তৃণমূলকর্মীর হাত

পরিসংখ্যান বলছে ২০২৫ সালে বাংলাদেশে মোট ৯৬৭২টি চুরি, ১৯৩৫টি ছিনতাই, ১১০১টি অপহরণ ও ৭০২টি ডাকাতির অভিযোগ জমা পড়েছে বাংলাদেশের পুলিশের কাছে। গত এক বছরে মোট ১৩,৪১০টি অভিযোগ জমা পড়েছে যা ২০২৪ সালের তুলনায় প্রায় সাড়ে ১৬ শতাংশ বেশি।

–

–

–

–

–

–

–

–


