ডার্বি ম্যাচ দিয়েই আইএসএলের বোধন! সূচি নিয়ে রইল বড় আপডেট

Date:

Share post:

আইএসএল(ISL) শুরুর দিনক্ষণ আগেই ঘোষণা করেছে ফেডারেশন, কিন্ত সূচি নিয়ে এবার নয়া জটিলতা। প্রথম ম্যাচেই কি কলকাতা ডার্বি(Kolkata Derby)?

প্রাথমিকভাবে সব দলের কাছে একটি খসড়া সূচি পাঠিয়েছিল ফেডারেশন(AIFF)। ১৪ ফেব্রুয়ারি ডার্বি দিয়ে আইএসএস(ISL) শুরু করতে চাইছে ফেডারেশন কারণ এবার লিগ হবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে। ফলে ডার্বি দিয়ে লিগ শুরু হলে উন্মাদনা বাড়ত। শুরুতেই ধামাকা দিয়েই লিগ শুরু করতে চাইছে ফেডারেশন। কিন্ত ডার্বি দিয়েই লিগ শুরু করার বিষয়ে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। জানা গিয়েছে দুই প্রধানের লিগের শুরুতেই ডার্বি খেলা নিয়ে আপত্তি আছে।

এআইএফএফের পক্ষ থেকে প্রকাশিত খসড়া সূচি অনুযায়ী সব ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না। ফলে সূচিতে কিছু বদল করতে হবে। সেই সূচি প্রকাশিত হলেই বোঝা যাবে কবে কলকাতা ডার্বি হচ্ছে এবং কারা আয়োজন করছে। প্রত্যেক দল একে অপরের সঙ্গে একবার করেই ম্যাচ খেলবে। কিছু ম্যাচ ঘরের মাঠে খেলবে দলগুলি, কিছু ম্যাচ বিপক্ষের মাঠে খেলবে।

ইতিমধ্যেই এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে ২ ফেব্রুয়ারি। আপাতত দুই প্রধানের প্রস্তুতি তুঙ্গে। তবে মহমেডান এখনও প্রস্তুতি শুরুই করেনি। ইস্ট-মোহন যুবভারতীকে তাদের হোম গ্রাউন্ড দেখিয়েছে, মহমেডানের ক্ষেত্রে মাঠ কিশোর ভারতী স্টেডিয়াম।

আগামী শনিবার ইয়ং ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। বলা বাহুল্য, এই ইয়ং ইউনাইটেড ক্যাম্প সম্প্রতি ভদ্রেশ্বর গোল্ড কাপে খেলেছে।

spot_img

Related articles

আশাকর্মীদের সাম্মানিক বেড়েছে আট গুণ, রাজনীতি ভুলে কাজে ফেরার আবেদন চন্দ্রিমার

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে আশাকর্মীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। নূন্যতম ১৫ হাজার টাকা বেতন-সহ একাধিক...

অশোক মজুমদারের ‘ছবিওয়ালার গল্প’-এ বঙ্গজীবনের চালচিত্র

"A picture says a thousand words"- এক ছবিতে ধরা পড়ে মুহূর্ত। নিজের দীর্ঘ চিত্র সাংবাদিকতা জীবনের বিরল ফ্রেম...

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মানার দাবি! কমিশনের বিরুদ্ধে সরব গণমঞ্চ

এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের তীব্র অভিযোগ উঠল। দেশ বাঁচাও গণমঞ্চের দাবি, সংবিধান...

আইসিসির চাপ মেনে নিয়েও ভারত বিরোধিতায় অনড় বাংলাদেশ, পাকিস্তানের ইউ টার্ন!

টি২০ বিশ্বকাপের আগে জটিলতা অব্যাহত রাখছে বাংলাদেশ (Bangladesh)। ভাঙছে তবু মোচকাবো না যেন নীতি নিয়েছে পদ্মাপারের দেশ। আইসিসি...