Tuesday, January 20, 2026

উপচে পড়া ভিড়ে ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শনে অভিষেক, উদ্যোগকে কুর্নিশ রোগী-আত্মীয়দের

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির চালু করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিসেম্বরের গোড়া থেকেই ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন অভিষেক। মঙ্গলবার, ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শনে যান স্থানীয় সাংসদ। মানুষের সারছে অসুখ, মুখে ফিরছে হাসি- বেজায় খুশি ডায়মন্ড হারবারবাসী। এটিই প্রথম দোতলা বিশিষ্ট সেবাশ্রয় মডেল ক্যাম্প যেখানে একই ছাদের তলায় সমস্ত পরিষেবা প্রদান নিশ্চিত করা যায়। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সহায়তা প্রদান করা হয়। 

সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভায় ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবারের মতো দ্বিতীয়বারের এই স্বাস্থ্য শিবিরেও (Health Camp) শুরু থেকে উপচে পড়া ভিড়। ডায়মন্ড হারবারর সাংসদের মস্তিষ্কপ্রসূত এই কর্মযজ্ঞ আমজনতাকে নিরন্তর পরিষেবা দিয়ে, তাঁদের ভরসা জিতে নিয়েছে। এদিন ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কথা বলেন, উপস্থিত রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে। চিকিৎসকদের থেকেও রোগীদের সম্পর্কে তথ্য নেন। এটিই প্রথম দোতলা বিশিষ্ট সেবাশ্রয় মডেল ক্যাম্প যেখানে একই ছাদের তলায় সমস্ত পরিষেবা প্রদান নিশ্চিত করা যায়। এই ক্যাম্পে একটি আইসিইউ সুবিধাও রয়েছে, যা উন্নত এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এদিন তিনজন রোগী আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। 

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগটি সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে এক ধাপ এগিয়ে রয়েছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি, এদিন ক্যাম্পে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের ট্রাইসাইকেল প্রদান করেন অভিষেক। 

স্থানীয় মানুষদের আবেদনে সাড়া দিয়ে নন্দীগ্রামেও ‘সেবাশ্রয়’ চালু করেছেন অভিষেক। সেখানেও সূচনার দিন যান তিনি। এর আগে বিভিন্ন এলাকায় ‘সেবাশ্রয় ২’ শিবির পরিদর্শন করেন তৃণমূল সেনাপতি। সব জায়গার মতো এসডিও মাঠও ‘সেবাশ্রয় ২’ শিবিরের বাইরে ভিড় উপচে পড়ে। প্রিয় নেতাকে একঝলক দেখতে, একবার হাত মেলাতে উদ্বেল হয়ে ওঠেন স্থানীয়রা। অভিষেকও কাউকে নিরাশ করেননি। উপহার গ্রহণ থেকে সেলফি- সবার আবদার মিটিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেককে পাশে পেয়ে আশ্বস্ত ও আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা। ডায়মন্ড হারবারের সাংসদের ‘সেবাশ্রয়’ কর্মসূচি বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছেন। বিরোধী রাজ্যগুলি অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে। 

spot_img

Related articles

রিলের নেশায় তুচ্ছ জীবন! বরফে পাতলা শিফন পরে নাচতে গিয়ে বিপত্তি তরুণীর

তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে। চারদিকে পুরু বরফের চাদর। হাড়কাঁপানো সেই ঠান্ডায় যেখানে ভারী পশমের পোশাকেও স্বস্তি নেই, সেখানে...

আশাকর্মীদের সাম্মানিক বেড়েছে আট গুণ, রাজনীতি ভুলে কাজে ফেরার আবেদন চন্দ্রিমার

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে আশাকর্মীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। নূন্যতম ১৫ হাজার টাকা বেতন-সহ একাধিক...

অশোক মজুমদারের ‘ছবিওয়ালার গল্প’-এ বঙ্গজীবনের চালচিত্র

"A picture says a thousand words"- এক ছবিতে ধরা পড়ে মুহূর্ত। নিজের দীর্ঘ চিত্র সাংবাদিকতা জীবনের বিরল ফ্রেম...

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মানার দাবি! কমিশনের বিরুদ্ধে সরব গণমঞ্চ

এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের তীব্র অভিযোগ উঠল। দেশ বাঁচাও গণমঞ্চের দাবি, সংবিধান...