সকাল সকাল পুরীর জগন্নাথ ধামে বোমাতঙ্ক (Bomb threat in Puri Jagannath Temple)। বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে বলে সোশ্যাল মিডিয়ায় হুমকি নজরে আসে পুলিশের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। বোমার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুরীর মন্দিরে আগত ভক্তদের সরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ফেসবুকে হুমকি পোস্টের জন্য একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। যে মহিলার অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছিল তিনি গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এও দাবি করেছেন যে, কোনও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে একটি ভুয়ো ইউজার আইডি তৈরি করে হুমকি দিয়েছে। ইতিমধ্যেই পুরীর সাইবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত মন্দিরের ভেতর বা ওই এলাকা থেকে কোনও বোমা মেলেনি।

–

–

–

–

–

–

–

–


