ট্রেনে পাথর ছোড়া গুরুতর ফৌজদারি অপরাধ (criminal offense)। সরকারি সম্পত্তি নষ্ট করলে এবার তার কড়া মাশুল দিতে হবে। প্রয়োজনে অভিযুক্তকে গ্রেফতার করা হতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি ৬৬৫ জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে ভারতীয় রেল (Indian Railway)।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মোট ১,৬৯৮টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ৬৬৫ জন গ্রেফতার হয়েছেন। সব থেকে বেশি ঘটনা ঘটেছে উত্তর রেলওয়েতে। গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করে রেল বুঝিয়ে দিতে চাইছে যে সরকারি সম্পত্তি নষ্ট তথা যাত্রী নিরাপত্তা বিঘ্নিতকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলা হবে। একদিকে যেমন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পাথর নিক্ষেপ বা সংশ্লিষ্ট কাজে জড়িত যে কোনও ব্যক্তিকে গুরুতর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে, পাশাপাশি ভারতীয় নাগরিকদের (Indian Citizen) দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অনুরোধও করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–


