ইএম বাইপাসে দুর্ঘটনা(accident in EM Bypass), উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নামার সময় বেঙ্গল কেমিক্যালের (Bengal chemical)কাছে বাইককে ধাক্কা মারে লরি। ছিটকে পড়েন দুচাকায় থাকা দুই আরোহী। দুজনকে দ্রুত উদ্ধার করে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে (bidhannagar state general Hospital)নিয়ে গেলে একজনের মৃত্যুর খবর মিলেছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় দাস (৪২)। তিনি মানিকতলা থানা (maniktala police station) এলাকার ক্যানাল সাউথ রোডের নেতাজিনগর কলোনির বাসিন্দা। শুক্রবার রাতে জামাইয়ের সঙ্গে বাইকে করে লেক টাউন দিক থেকে ই এম বাইপাস ধরে বেলেঘাটার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লরিটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। ঘাতক লরিটি দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

–

–

–

–

–

–

–

–


