অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে(Mimi Chakraborty)এসআইআর হিয়ারিং নোটিশ পাঠানো হল। আগামী ৩১ জানুয়ারি কসবা বিধানসভা কেন্দ্রে তিনি প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হবেন বলে জানা গেছে। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের নামে লাগাতার সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। বেশ কিছু টলিউড তারকাদেরও ডাকা হয়েছে। আগেই নোটিশ পেয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব, অভিনেত্রী সৌমিতৃষা, সাহিত্যিক জয় গোস্বামীরা। এবার ডাকা হল মিমিকে। নোটিশ প্রাপ্তির কথা স্বীকার কর অভিনেত্রী জানিয়েছেন তিনি ভোট দেন, এবং আগামীতেও দেবেন। তাই নির্ধারিত দিনে তাঁর সব তথ্য নিয়ে শুনানিতে হাজির হবেন।

এসআইআর শুনানিতে ডাক পাওয়া টলিউডের তারকাদের মধ্যে আরও এক নাম ছোটপর্দার পরিচিত মুখ মানালি দে। ২৭ জানুয়ারি শুনানিতে তাঁকে উপস্থিত থাকতে হবে। জানা গিয়েছে বাবার নামের ভুলের জন্যই নাকি তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। তবে তিনি তাঁর বিএলও-র তরফ থেকে এখনও কোনও ফোন পাননি। তবে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বাবার নাম নিতাই। বাংলা বানান ঠিক থাকলেও ইংরেজিতে নামের বানানে ‘I’-এর পরিবর্তে ‘E’ আছে। আর এই বানান ভুলের জন্যই তাঁকে মূলত ডাকা হয়েছে।

–

–

–

–

–

–

–

–


