টি২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েকদিন, কিন্ত তার আগে নতুন জটিলতা যেন কিছুতেই কমছে না। বাংলাদেশের পর এবার নাটক শুরু করেছে পাকিস্তান(Pakistan)। দল ঘোষণার পরও টি২০ বিশ্বকাপে না খেলার জল্পনা জিইয়ে রেখেছে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের(PCB) রবিবার বিশ্বকাপের দল ঘোষণা করা হয়। কিন্ত দল ঘোষণা করার পর ক্রিকেটারদের ডেকেছিলেন পিসিবি প্রধান মহসিন নকভি। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার যে সিদ্ধান্ত আইসিসি নিয়েছে, তার ফলে কী কী হতে পারে, সেই বিষয়ে বিশদে জানিয়েছেন তিনি।

আঘা সলমনদের নাকভি বার্তা দিয়েছেন, পাকিস্তান সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে পিসিবি। পাকিস্তান টি২০ বিশ্বকাপে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দেশের সরকার নেবে।অর্থাৎ তাদের বিশ্বকাপে খেলা না খেলার কথা নকভি পাকিস্তান সরকারের কোর্টে ঠেলে দিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট দলের হেডকোচ মাইক হেসনকে নাকভি জানিয়ে রেখেছেন, “সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছি আমরা। সরকার যা বলবে, সেটাই আমরা করব। সরকার যদি বিশ্বকাপে না যাওয়ার কথা বলে, আমরা সেটাই মেনে নেব।”

বিশ্বকাপের ক্রীড়াসূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের, বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করছে পাকিস্তান(Pakistan)। ভারত ছাড়াও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। কিন্তু বাংলাদেশকে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি দল ঘোষণা করায় পাল্টা চাপের খেলা শুরু করেছে পাকিস্তান। যদিও বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে কঠোরতম শাস্তি দেবে আইসিসি।



