কয়েক মাস পরই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার মতো মেক্সিকোতে (Mexico)বসছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup) আসর। কিন্তু তার আগে সেই দেশের ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলা। মেক্সিকোর(Mexico) মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতো’র সালামানকায় একটি ফুটবল স্টেডিয়ামে ম্যাচ এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারালেন ১১ জন। এই ঘটনায় বিশ্বকাপের আগে সেদেশের স্টেডিয়ামে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে সালামানাকা (Salamanca) শহরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১১ জনের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। ১০ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি যেখানে চলেছে তার কাছে চারটে ব্যাগ পাওয়া গিয়েছে যেখানে মানুষের কঙ্কাল ছিল।তবে কারা এই হামলা চালিয়েছে সেটা জানানো হয়নি। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

গুয়ানাজুয়াতো প্রদেশের প্রধান আইন শৃঙ্খলা বিষয়ক দফতর থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওই স্টেডিয়াম ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

চলতি বছর ১১ জুন থেকে শুরু ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মেগা ইভেন্টের আসর বসবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। যদিও তার আগে প্রশ্নের মুখে মেক্সিকোর নিরাপত্তা।



