শিল্পীদের অবমাননার রীতি আবারও অপমানিত করল বাংলার কৃষ্টিকে। সঙ্গীত শিল্পীদের পরে এবার হেনস্থার শিকার অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে যেতে বলা হল বনগাঁর (Bangaon) এক অনুষ্ঠানে। মহিলা শিল্পী বলেই অপমান, দাবি করে পুলিশের দ্বারস্থ অভিনেত্রী।

প্রজাতন্ত্র দিবসের আবহে গোটা দেশ যখন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সাম্যবাদের বার্তা চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই সময়ে একজন মহিলা শিল্পী হওয়ায় কী ধরনের হেনস্থার মুখে পড়তে হয়েছে তা জানিয়ে মিমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, নারী ও শিল্পীদের স্বাধীনতা ও মর্যাদা খুব সহজেই লঙ্ঘিত করা যায়। এত বছর ধরে আমার ভাবমূর্তি ও পেশাগত জীবন নিজে প্রতিষ্ঠা করেছি। আজকের দিনে নীরবতা শুধুই শিল্পীদের অবমাননাকে স্বাভাবিক ব্যাপার হিসাবে প্রতিষ্ঠা করার সামিল হবে।

জানা গিয়েছে, বনগাঁর (Bangaon) নয়াগোপাল যুবক সংঘে একটি আমন্ত্রণমূলক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রবিবার মিমি চক্রবর্তী। সেখানে রাত বারোটা নাগাদ তিনি মঞ্চে (stage) উঠেছিলেন। তাঁর একটি গান চলাকালীন এক জ্যোতিষী মঞ্চে উঠে পড়েন। শিল্পীকে মঞ্চে থেকে নেমে যাওয়ার রীতিমত হুমকি দেন। তিনি ওই সংঘেরই অন্যতম উদ্যোক্তা বলে জানা গিয়েছে। অপমানিত শিল্পী কোনও প্রতিবাদ না করে নিজের সম্মান রক্ষার্থে মঞ্চে ছেড়ে চলে যান। ঠিক যেভাবে কিছুদিন আগে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে পূর্ব মেদিনীপুরে অসম্মানের শিকার হয়েছিলেন, সেভাবেই মিমিকেও মঞ্চ ছাড়তে হয়।

সোশ্যাল মিডিয়ায় মিমি (Mimi Chakraborty) দাবি করেছেন, অনুষ্ঠানের মধ্যেই আমাকে কোনও অগ্রিম কথা না বলে মঞ্চ (stage) ছাড়তে বলা হয়, সমস্ত দর্শকের সামনে। সেই সময়ে বহু মানুষ অপেক্ষা করছিলেন আমাকে দেখার জন্য, দেখা করার জন্য, যার মধ্যে অনেক ভক্ত ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন। ওইভাবে মঞ্চ ছেড়ে নেমে যাওয়া ও সেই সঙ্গে মাইকে অপ্রীতিকর কথা বলা শুধু আমার অপমানিতই করেনি, জনসমক্ষে আমার সম্মানহানি হয়েছে।

আরও পড়ুন : অন্বেষার জন্মদিনে স্বস্তিকার পোস্টে ‘চমক‘: সাতসমুদ্র দূর থেকে মেয়ের জন্য উপচে পড়ল আদর

তিনি জানান এরপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে দাবি করেন, আজ যদি আমি চুপ করে থাকি কাল আবার একই ঘটনা ঘটবে। মঞ্চের উপর মর্যাদা কোনও কিছুর পরিবর্তে ছেড়ে আসা যায় না। তিনি এরপর মহিলা শিল্পীদেরও সাবধান করেছেন, এই ধরনের অনুষ্ঠানে যাওয়া নিয়ে এরপর থেকে তাঁরা যেন সচেতন হন।

As we celebrate Republic Day, we speak of freedom and equality.
But the independence and dignity of women and artists are still too easily violated.I have built my image and career on my own over the years. Staying silent today would only normalise the humiliation of artists.…
— Mimi chakraborty (@mimichakraborty) January 26, 2026
–

–

–



