Tuesday, January 27, 2026

‘সাম্প্রদায়িক বিভেদ’ বিতর্কে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা শাহরুখের

Date:

Share post:

বলিউডে (Bollywood Industry) কাজের ক্ষেত্রে কি ধর্ম দিয়ে বিচার করা হয়? সম্প্রতি এ আর রহমানের (AR Rahman) ‘সাম্প্রদায়িক বিভেদ’ সংক্রান্ত মন্তব্যের কারণে সাধারণতন্ত্র দিবসে (Republic Day) বারবার এ প্রশ্ন ঘোরাফেরা করেছে বিনো দুনিয়ায়। বিতর্ক থেকে বয়কট, সবকিছুর সাক্ষী রেখেছে সোশ্যাল মিডিয়া। ঘটনাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হলেও প্রকাশ্যে খুব একটা মন্তব্য করতে রাজি হয়নি হিন্দি বিনোদন জগতের তারকারা। কিন্তু ২৬ জানুয়ারি নিরবতা ভাঙলো। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিলেন সাম্প্রতিককালে ‘দেশদ্রোহী’ তকমা পাওয়া শাহরুখ খান (Shahrukh Khan)। একই মন্ত্র আওড়ালেন কমল হাসান, অনুপম খের, অক্ষয় কুমাররাও (Akshay Kumar)।

অস্কার জয়ী সুরকার কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেন, “গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে।” রহমানের কথায় স্পষ্ট ছিল বলিউডে ধর্মীয় মেরুকরণের রাজনীতির আভাস। বিতর্ক শুরু হয়, পাল্টা জবাব দিতে ভারতীয় বিনোদন জগতে খানেদের সাম্রাজ্য নিয়ে উদাহরণ টেনে আনে কেন্দ্রের ক্ষমতাসীন দল। যদিও এই নিয়ে শাহরুখ- সলমনরা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কেকেআর টিমে বাংলাদেশের তারকাকে নেওয়ার পর ‘দেশদ্রোহী’ আখ্যা পেতে হয়েছিল শাহরুখকে। যদিও তাঁর উদ্দেশ্যে এহেন মন্তব্য নতুন নয়। তবে চিরকাল নিজের স্টাইলেই সমালোচনার জবাব দিয়েছেন ‘কিং’ (King) খান। ৭৭ তম সাধারণতন্ত্র দিবসেও সেভাবেই ধরা দিলেন। কাউকে নির্দিষ্ট করে কিছু না বলেও যেন সকলের কাছে নিজের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। সোমবার এক্স হ্যান্ডেলে বলিউড বাদশা (SRK) লেখেন, ‘ভারতীয় হিসেবে আমি গর্বিত। বৈচিত্র্যের মধ্যেই যে শক্তি এবং ঐক্য নিহিত, আমাদের দেশ আমাদের সেটাই শিখিয়ে এসেছে। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ এবং সকলের প্রতি ভালোবাসা।’

এই প্রথম ২৬ জানুয়ারি রাজধানীর কর্তব্য পথে সিনেমার ট্যাবলো প্রদর্শিত হয়েছে। সে ঝলক সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন তারকারা। পাশাপাশি প্রত্যেকেই নিজের মতো করে শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণী মেগাস্টারের কমল হাসান (Kamal Haasan) লেখেন, “আমাদের পূর্বপুরুষরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে সংবিধানের মাধ্যমে নিজেদের শাসন কায়েমের সিদ্ধান্ত যেদিন নিয়েছিলেন, সেদিনই সাধারণতন্ত্রের জন্ম হয়েছিল। বৈচিত্র্য এবং গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাতেই এর শক্তি নিহিত রয়েছে।”

রহমানের সাম্প্রদায়িক অসামঞ্জস্য বিতর্কের মাঝে অক্ষয় কুমার, অনুপম খেররা বলেন, ‘গর্ব করে বলছি, আমরা ভারতীয়।’ অর্থাৎ নানা ভাষা নানা মত নানা পরিধান হওয়া সত্বেও একতাই যে ভারতবর্ষের মূল মন্ত্র, তা আরও একবার স্পষ্ট করে দিলেন বলিউড তারকারা।

 

spot_img

Related articles

উত্তরে কুয়াশা, দক্ষিণে উধাও শীতের মেজাজ 

দক্ষিণবঙ্গ থেকে কি পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত (Winter)? আগামী সাত দিনের মধ্যে অন্তত জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার কোন...

আনন্দপুরের অগ্নিদগ্ধ গোডাউনে চলছে কুলিং প্রসেস, আইন মেনে তদন্ত জানালেন দমকলমন্ত্রী

তেত্রিশ ঘণ্টা অতিক্রান্ত, এখনও নাজিরাবাদের গোডাউনে পকেট ফায়ার দেখা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেনসিক টিম (forensic team) ।...

পুরীর হোটেলে বুকিং জালিয়াতি, কলকাতা পুলিশের জালে অভিযুক্ত

বিজেপি (BJP) রাজ্য যেন জালিয়াতির আঁতুরঘর! এখন বেশিরভাগ ক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়া মানে অনলাইনে হোটেল বুকিং করা হয়।...

জনহীন গদ্দারের স্বাস্থ্য শিবির, সেবাশ্রয়-ই ভরসা নন্দীগ্রামের

মণীশ কীর্তনীয়া, নন্দীগ্রাম গত অক্টোবর মাস থেকে আবেদন যাচ্ছিল তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে নন্দীগ্রামে...