বিজেপি (BJP) রাজ্য যেন জালিয়াতির আঁতুরঘর! এখন বেশিরভাগ ক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়া মানে অনলাইনে হোটেল বুকিং করা হয়। কিন্তু এর মাঝেই অনলাইনে জালিয়াতির খপ্পরেও পড়ছেন বহু মানুষ। কিছুদিন আগেই ভুয়ো ওয়েবসাইট খুলে হোটেল বুকিংয়ের নামে প্রতারণার অভিযোগে আসে আর তারপরেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ (cyber crime department of Kolkata Police) একজনকে গ্রেফতার করল। মঙ্গলবার ভোররাতে মহারাষ্ট্র নিবাসী হুজাইফা শাব্বির দরবার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তরফে খবর, এর আগে পুরী হোটেলের বুকিংয়ের জন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে কলকাতার এক বাসিন্দা প্রায় ৪ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু স্বাভাবিকভাবেই টাকা নেওয়ার পর কোনও বুকিং কনফার্মেশন দেওয়া হয় না উল্টে সেই ব্যক্তির সাথে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। ওয়েবসাইটটি ভুয়ো বুঝতে পেরে সেই ব্যক্তি NCRP পোর্টাল ও স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে খোঁজ পাওয়া যায় ভুয়ো ওয়েবসাইটটির। অবশেষে মঙ্গলবার পুণে থেকে গ্রেফতার করা হয় হুজাইফা শাব্বির দরবার নামে ওই ব্যক্তিকে। পুলিশি জিজ্ঞাসাবাদে গোটা বিষয়টি স্বীকার করেন তিনি।জেরায় জানা গিয়েছে দেশের বেশ কিছু নামী হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে পর্যটকদের প্রতারণা করা হত। মোট ৮৩ জন ভুক্তভোগীর থেকে প্রায় ১৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে এই চক্রের জাল কতদূর বিস্তৃত সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।

–

–

–

–

–

–

–

–


