Tuesday, January 27, 2026

আনন্দপুরের অগ্নিদগ্ধ গোডাউনে চলছে কুলিং প্রসেস, আইন মেনে তদন্ত জানালেন দমকলমন্ত্রী

Date:

Share post:

তেত্রিশ ঘণ্টা অতিক্রান্ত, এখনও নাজিরাবাদের গোডাউনে পকেট ফায়ার দেখা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেনসিক টিম (forensic team) । মঙ্গলবার সকাল পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন দমকল কর্মীরা। এদিন ডিজি ফায়ারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তিনি স্পষ্ট জানান গোডাউনে ফায়ার অডিট হয়েছিল কিনা তা তদন্ত করা হবে, এবং আইন মেনে এফআইআরও করা হবে। এদিন ডিজি ফায়ার জানিয়েছেন ওই গোডাউনের সেফটি ক্লিয়ারেন্স (Safety Clearance) ছিল না। লোহার স্ট্রাকচারে টিনের শেড লাগানো হয়েছিল, যা আগুন লাগতেই দ্রুত ভেঙে পড়ে। ফলে ভেতরেই আটকে পড়েন কর্মীরা।

সোমবার ভোর রাত তিনটে নাগাদ আনন্দপুরের (Anandapur Fire) নাজিরাবাদে মোমো তৈরির কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আসায় প্রকাশ করেন স্থানীয়রা। যদিও বেলা বারোটার সময় পাওয়া খবর অনুযায়ী, কুলিং প্রসেস প্রায় শেষের পথে। ইতিমধ্যেই ফরেনসিক টিম সেখানে পৌঁছে নমুনা সংগ্রহের কাজে লেগে পড়েছে।মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নাজিরাবাদের অগ্নিকাণ্ডস্থলে পৌঁছন সুজিত বসু। ভস্মীভূত এলাকা ঘুরে দেখেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ”খবর পাওয়ার পরপরই দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছে যায়, পরে ইঞ্জিন আরও বাড়ানো হয়। সারারাত কাজ করেছেন দমকল কর্মীরা। গতকাল ২৬ জানুয়ারি থাকায় অনেক জায়গায় ছুটি ছিল। কিন্তু সেসব বাতিল করেই দমকল বিভাগ যথেষ্ট পরিশ্রমের সঙ্গে কাজ করে আগুন নিভিয়েছে। আমাদের নিয়ম মেনে ফায়ার এডিট করা হয়। এই গোডাউনে সেটা হয়েছিল কিনা তা দেখা হচ্ছে। আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা তা নিচ্ছি। সেইমতো পদক্ষেপ করা হবে। FIR হবে।”

গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থার দেখা মেলেনি। মূল দরজা অত্যন্ত ছোট হওয়ায় আগুনের লেলিহান শিখার মাঝে এই প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছতে পারেননি ভেতরে থাকা কর্মী থেকে নিরাপত্তারক্ষীরা। গোডাউনে যথেষ্ট দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। টিনের ছাদ ভেঙ্গে পড়ায় ভেতরে ঢুকতে সমস্যা হয়েছে দমকল কর্মীদের। শেষে আর্থ মুভার নিয়ে এসে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। কেউ ভেতরে আটকে থাকা বাবা দাদাকে খুঁজছেন, কেউ স্বজন হারানোর যন্ত্রণায় কেঁদে চলেছেন এক নাগাড়ে।অসমর্থিত সূত্রে খবর, অন্তত ৩০ জন নিখোঁজ। আজ নরেন্দ্রপুরে নিহতদের ডিএনএ পরীক্ষা হবে বলে জানা গেছে।

 

spot_img

Related articles

BJP-কে রুখতে পারেন একমাত্র মমতা, ED-CBI চক্রান্ত উড়িয়ে ক্ষমতায় আসবে তৃণমূল: মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে জানালেন অখিলেশ

দেশের মধ্যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) রুখতে পারেন। মঙ্গলবার, নবান্নে (Nabanna) মমতার সঙ্গে বৈঠকের পরে...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ‘ধুরন্ধর’ অভিনেতা নাদিম

প্রায় এক দশক ধরে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গৃহ পরিচালিকাকে ধর্ষণের অভিযোগ বলিউড অভিনেতা নাদিম খানের (Bollywood actor...

নিজের পছন্দে বিয়ে করলেই ‘একঘরে পরিবার’! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নয়া ফতোয়া পঞ্চায়েতের

নিজের পছন্দের পাত্র বা পাত্রীকে বিয়ে করার 'অপরাধে' গোটা পরিবারকে সমাজচ্যুত (Social Boycott) করার নির্দেশ—এমনই এক নয়া ফরমান...

জাতিগত বৈষম্য রুখতে হঠকারী গাইডলাইন UGC-র! প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে জাতিগত বৈষম্য যাতে মাথা চাড়া দিতে না পারে তা নিশ্চিত করতে ১৫ জানুয়ারি হঠকারী...