Tuesday, January 27, 2026

BJP-কে রুখতে পারেন একমাত্র মমতা, ED-CBI চক্রান্ত উড়িয়ে ক্ষমতায় আসবে তৃণমূল: মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে জানালেন অখিলেশ

Date:

Share post:

দেশের মধ্যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) রুখতে পারেন। মঙ্গলবার, নবান্নে (Nabanna) মমতার সঙ্গে বৈঠকের পরে তাঁকে পাশে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এদিন আরেক SP নেতা কিরণময় নন্দকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক সেরে বেরিয়ে প্রত্যয়ী অখিলেশ জানান, কেন্দ্রীয় এজেন্সির চক্রান্ত উড়িয়ে বাংলায় আবার সরকার গড়বে তৃণমূল। সমাজবাদী পার্টির নেতার কথায়, এসআইআর করাই হয়েছে বাংলাকে অশান্ত করতে। এর আড়ালে রয়েছে এনআরসি-র ষড়যন্ত্র। 

বৈঠক শেষে মমতা জানান, নবান্নে অল্প সময়ে দুজনের বৈঠক হয়েছে। এরপর অখিলেশকে মাইক এগিয়ে দেন মুখ্যমন্ত্রী। অভিষেক বলেন, “দিদির কাছে ইডি হেরেছে। এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি।”

এর পরেই এসআইআর প্রসঙ্গে অখিলেশ বলেন, “বিজেপি নানা ভাবে সমস্যা তৈরি করছে। বাংলায় এসআইআর চালু করা হয়েছে। বেশি মানুষ যাতে ভোট দিতে পারেন, সেই লক্ষ্য না রেখে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে।”
আরও খবরনিজের পছন্দে বিয়ে করলেই ‘একঘরে পরিবার’! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নয়া ফতোয়া পঞ্চায়েতের

তৃণমূলের ভোট চুরি থেকে ভোটার তালিকায় কারচুপি নিয়ে বিজেপি-কে নিশানা করে অখিলেশের দাবি, এসআইআর (SIR) আসলে এনআরসিরই অন্য রূপ। তিনি স্পষ্ট জানান, “এত দিন ভোট চুরির অভিযোগ তোলা হচ্ছিল। কিন্তু দিদি ডিজিটাল ভোট চুরি রুখে দিয়েছেন।” মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে অখিলেশ অভিযোগ করেন, “মহারাষ্ট্রে ইডি, সিবিআই, আয়কর দফতরকে কাজে লাগিয়ে জয় পেয়েছে বিজেপি।” 

বাংলায় চতুর্থবার ক্ষমতায় আসবে মা-মাটি-মানুষের সরকার- প্রত্যয়ী অখিলেশ। তাঁর কথায়, “বিজেপি বাংলায় সফল হবে না। বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দিদিই।” সমাজবাদী পার্টির নেতার দাবি, “বাংলায় হারতে চলেছে বিজেপি। তাই ভোট কাটার জন্য এসআইআর। এটাই কমিশনের লক্ষ্য। কমিশনকে অস্ত্র করেছে বিজেপি।” তাঁরা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করবেন বলেও জানান সপা নেতা।

spot_img

Related articles

আইসিসির চালে বেকায়দায় পাকিস্তান, পিসিবি বয়কট করলেই সুযোগ পাবেন লিটনরা!

টি২০ বিশ্বকাপ(T20 WC) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন, কিন্ত তার আগে মাঠের বাইরে নাটকীয় পরিস্থিতি তুঙ্গে। নিরাপত্তা আর...

দুর্গাপুরে উদ্ধার আয়ার কঙ্কালসার দেহ! খুনের অভিযোগে আটক স্বামী

দুর্গাপুরে উদ্ধার ইস্পাত কারখানার আয়ার কঙ্কালসার দেহ (Durgapur Murder Case)! বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন ছবি দাস(৫৫)। মঙ্গলবার...

বাংলায় বনধ হয় না: অনুকূল শিল্প-পরিবেশের বার্তা মুখ্যমন্ত্রীর, দইঘাটে শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন-সিরিটি মহাশ্মশান-এর ভার্চুয়াল উদ্বোধন

“এখন বাংলায় আর বনধ হয় না। তাই শিল্পের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে”-ভোটমুখী বাংলায় শিল্পপতিদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী...

মার্কিন শুল্ক নীতিকে ঠাণ্ডা ঘরে: ইউরোপীয় ইউনিয়ন-ভারত বাণিজ্য চুক্তিতে খুলছে লাভের দরজা

গত বছরের শুরু থেকে মার্কিন শুল্কনীতির খাঁড়া ভারতের উপর চেপে বসায় শেয়ার বাজার সেই যে নিম্নগামী হয়েছিল, ক্ষুদ্র...