দেশের মধ্যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) রুখতে পারেন। মঙ্গলবার, নবান্নে (Nabanna) মমতার সঙ্গে বৈঠকের পরে তাঁকে পাশে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এদিন আরেক SP নেতা কিরণময় নন্দকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক সেরে বেরিয়ে প্রত্যয়ী অখিলেশ জানান, কেন্দ্রীয় এজেন্সির চক্রান্ত উড়িয়ে বাংলায় আবার সরকার গড়বে তৃণমূল। সমাজবাদী পার্টির নেতার কথায়, এসআইআর করাই হয়েছে বাংলাকে অশান্ত করতে। এর আড়ালে রয়েছে এনআরসি-র ষড়যন্ত্র। 

বৈঠক শেষে মমতা জানান, নবান্নে অল্প সময়ে দুজনের বৈঠক হয়েছে। এরপর অখিলেশকে মাইক এগিয়ে দেন মুখ্যমন্ত্রী। অভিষেক বলেন, “দিদির কাছে ইডি হেরেছে। এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি।”

এর পরেই এসআইআর প্রসঙ্গে অখিলেশ বলেন, “বিজেপি নানা ভাবে সমস্যা তৈরি করছে। বাংলায় এসআইআর চালু করা হয়েছে। বেশি মানুষ যাতে ভোট দিতে পারেন, সেই লক্ষ্য না রেখে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে।”
আরও খবর: নিজের পছন্দে বিয়ে করলেই ‘একঘরে পরিবার’! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নয়া ফতোয়া পঞ্চায়েতের

তৃণমূলের ভোট চুরি থেকে ভোটার তালিকায় কারচুপি নিয়ে বিজেপি-কে নিশানা করে অখিলেশের দাবি, এসআইআর (SIR) আসলে এনআরসিরই অন্য রূপ। তিনি স্পষ্ট জানান, “এত দিন ভোট চুরির অভিযোগ তোলা হচ্ছিল। কিন্তু দিদি ডিজিটাল ভোট চুরি রুখে দিয়েছেন।” মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে অখিলেশ অভিযোগ করেন, “মহারাষ্ট্রে ইডি, সিবিআই, আয়কর দফতরকে কাজে লাগিয়ে জয় পেয়েছে বিজেপি।” 

বাংলায় চতুর্থবার ক্ষমতায় আসবে মা-মাটি-মানুষের সরকার- প্রত্যয়ী অখিলেশ। তাঁর কথায়, “বিজেপি বাংলায় সফল হবে না। বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দিদিই।” সমাজবাদী পার্টির নেতার দাবি, “বাংলায় হারতে চলেছে বিজেপি। তাই ভোট কাটার জন্য এসআইআর। এটাই কমিশনের লক্ষ্য। কমিশনকে অস্ত্র করেছে বিজেপি।” তাঁরা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করবেন বলেও জানান সপা নেতা।

–

–

–

–

–


