বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর দলের নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ এসে উপস্থিত হচ্ছেন কাতেওয়াড়ির বাসভবনে।


নটা পর্যন্ত এখানেই থাকবে মরদেহ। তারপর নিয়ে যাওয়া হবে গাডিমা অডিটোরিয়ামে। সেখান থেকে বিদ্যা প্রতিষ্ঠান প্রাঙ্গণের দিকে। এখানেই সকাল ১১ টা নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর (deputy CM of Maharashtra) শেষকৃত্য সম্পন্ন হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।


এদিন সকাল থেকেই বারামতি জুড়ে শোকের পরিবেশ। প্রিয় নেতাকে শেষবার চোখের দেখা দেখতে ভোর থেকেই ভিড় বাড়ছে। অপ্রীতিকর কোনও পরিস্থিতি এড়াতে শেষযাত্রার (Ajit Pawar Last Rites) সম্পূর্ণ রুট সিসিটিভি ও ড্রোনের মাধ্যমেও নজর রাখা হবে।ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখতে বারামতীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

–

–

–

–

–

–

–
–


