ভোটের আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও বড় রদবদল হয়েছে। রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর রদবদল হল। সর্বশিক্ষা ও গ্রন্থাগার দফতরের সচিব রাজেশ কুমার অবসর গ্রহণ করছেন। তাঁর জায়গায় ওই দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে শিক্ষা সচিব(Education Secretary) বিনোদ কুমারকে। এই দায়িত্ব তিনি অতিরিক্ত ভাবে সামলাবেন।

বন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন মনীশ জৈন। তিনি এতদিন সেচ দফতরের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেচ দফতরের দায়িত্ব এবার দেওয়া হয়েছে কৃষ্ণ গুপ্তাকে। তিনি বর্তমানে সমবায় দফতরের দায়িত্বে রয়েছেন এবং তার সঙ্গেই সেচ দফতরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।

এ ছাড়াও অনগ্রসর কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জলসম্পদ দফতরের। ফলে তিনি একই সঙ্গে দুই দফতরের কাজ দেখভাল করবেন। এই সংক্রান্ত নির্দেশিকা শুক্রবার জারি করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

–

–

–

–

–

–

–

