আনন্দপুর অগ্নিকান্ডে (Anandapur Massive fire) ছাইয়ের স্তূপ থেকে শনিবার ভোরে উদ্ধার হল আরও দুজনের ঝলসানো দেহ। এই নিয়ে দেহাংশ উদ্ধারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭-এ। শনিবার চার দেহাংশকে ময়নাতদন্তে পাঠিয়েছিল নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার কাজ আপাতত শেষ হয়েছে। নরেন্দ্রপুর থানায় মোট ২৭ জনের নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। যত দ্রুত সম্ভব ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য কাঁটাপুকুর মর্গে পাঠানো হচ্ছে উদ্ধার করা দেহাংশগুলিকে। আরও পড়ুন: বাংলায় আগুন রাজনীতি শাহর: বিজেপি রাজ্যে ক্ষতিপূরণ কোথায়, দ্বিচারিতা স্পষ্ট করলেন ব্রাত্য

প্রসঙ্গত, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আনন্দপুরের ওয়াও মোমোর গুদামে ম্যানেজারের দায়িত্বে থাকা মনোরঞ্জন শীট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। ঘটনার দিন রাতেই গ্রেফতার করা হয়েছিল ডেকোরেটার্স ব্যবসায়ী গঙ্গাধর দাসকে (৫৯)।

–

–

–

–

–

–

–

–

