বাংলায় যে লজিকাল ডিসক্রিপেন্সির অজুহাত তৈরি করেছে নির্বাচন কমিশন (Election Commission), তার জেরে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি এমনকি জেলের কয়েদিদেরও এসআইআর শুনানিতে হাজির হতে হচ্ছে। যা নিয়ে প্রথম থেকেই সরব বিজেপি বাদে বাংলার প্রতিটি রাজনৈতিক দল। আদতে বাঙালির সাধারণ নাম ও সামাজিক কাঠামোকে শুনানির কাঠদড়ায় দাঁড় করাচ্ছে নির্বাচন কমিশন। সেই হেনস্থায় এবার শুনানিতে হাজিরা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। আরও পড়ুন: উদ্ধার আরও দু’জনের ঝলসানো দেহাংশ! আনন্দপুর অগ্নিকান্ডে মৃত বেড়ে ২৭

এসআইআর শুনানিতে হাজিরা দিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। বাবার নামের বানানে অমিল ও নথিতে তথ্যগত বিভ্রান্তির জেরে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি একা নন, ঠিক একই কারণে ডাক পাঠানো হয়েছিল তাঁর দিদিকেও। শনিবার কসবার চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে নির্ধারিত শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি জমা দেন তিনি। জানা গিয়েছে, মিমি চক্রবর্তীর বাবার নাম সোমেশ চন্দ্র চক্রবর্তী। কিন্তু বেশ কিছু নথিতে তা সোমেশ চক্রবর্তী হিসেবে উল্লেখ রয়েছে। পাশাপাশি দাদুর বয়স সংক্রান্ত তথ্যেও অসঙ্গতি থাকায় তাঁকে ডাকা হয়।

–

–

–

–

–

–

–

–

