Saturday, January 31, 2026

সেন্সর জটিলতায় থালাপতির বিদায়ী ছবি, সুপ্রিম কোর্টে প্রস্তুত CBFC

Date:

Share post:

থালাপতি বিজয়ের (Thalapati Vijay) বিদায়ী সিনেমা ‘জন নয়গন’ (Jana Nayagan) নিয়ে সেন্সর জট যেন কাটছেই না। উল্টে প্রতি পদে বাড়ছে আইনি জটিলতা। মুক্তির দিন পিছিয়ে যাওয়ার পর এবার বিষয়টি পৌঁছতে চলেছে সুপ্রিম কোর্টে(Supreme Court)। আগাম সতর্কতায় সেন্সর বোর্ড (CBFC) শীর্ষ আদালতে ক্যাভিয়েট (Caveat)দাখিল করেছে, যাতে তাদের বক্তব্য না শুনে কোনও নির্দেশ না দেওয়া হয়। ফলে বিজয়ের এই বহুচর্চিত সিনেমা যে আপাতত আইনি বিপাকেই আটকে থাকছে, তা স্পষ্ট। আরও পড়ুন: স্কটিশ চার্চ কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

২৭ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের(Madras High Court) ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ স্থগিত করে দেয়। আদালতের দাবি— CBFC-কে তাদের বক্তব্য জানানোর যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি,পাশাপাশি প্রযোজকের আবেদনেও ছিল বেশকিছু আইনি ত্রুটি । তাই আদালতের মতে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ যুক্তিযুক্ত নয়। ফলে মামলাটি ফের সিঙ্গেল বেঞ্চে পাঠানো হয়েছে নতুন করে শুনানির জন্য।

ঘটনার সূত্রপাত ছবির সেন্সর সার্টিফিকেশন (Censor Certification) নিয়ে। প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের (KVN Production) দাবি, গত ডিসেম্বরেই CBFC ১৪ টি দৃশ্য বাদ দেওয়ার শর্তে ছবিটিকে UA 16+ সার্টিফিকেট দেওয়ার কথা জানায়। সেই শর্ত মেনে নেওয়ার পরও বোর্ডের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। অথচ ছবির মুক্তির দিন ছিল ৯ জানুয়ারি। বাধ্য হয়েই প্রযোজকরা ৫ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তখন CBFC-কে ছবিটিকে UA সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়।

এই অবস্থাতেই CBFC সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এই মামলায় কোনও আবেদন এলে তাদের বক্তব্য শোনা বাধ্যতামূলক হোক। অন্যদিকে সূত্রের খবর, প্রযোজনা সংস্থাও শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ডিভিশন বেঞ্চের রায়ের ফলে পুরো সার্টিফিকেশন প্রক্রিয়া কার্যত আবার শুরুর জায়গায় ফিরে গেছে।

CBFC-র বক্তব্য, ছবির কিছু দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে—এমন একটি অভিযোগ তারা পেয়েছে। সেই অভিযোগ যাচাই করতেই সময় লাগছে। তবে প্রযোজকদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, প্রয়োজনীয় কাট মেনে নেওয়ার পরও বোর্ড অযথা দেরি করছে, যার জেরে নির্ধারিত দিনে ছবি মুক্তি পায়নি।

‘জন নয়গন’ শুধু আর পাঁচটা ছবি নয়। এই ছবিকেই থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে পুরোপুরি মন দেওয়ার আগে সিনেমা জগতকে বিদায় জানানোর জন্য তিনি এই ছবিকেই বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। এইচ ভিনোথ পরিচালিত ছবিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে প্রমুখ।

তিন সপ্তাহে তিন দফা শুনানি হলেও এখনও পর্যন্ত সেন্সর সার্টিফিকেট মেলেনি। ফলে কবে প্রেক্ষাগৃহে আসবে ‘জন নয়গন’, তা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। আর সেই অনিশ্চয়তার মাঝেই আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত শেষ ছবি।

spot_img

Related articles

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...