Saturday, December 20, 2025

গণতন্ত্রের উপর নির্লজ্জ আক্রমণ: ‘এক দেশ এক ভোট’ বিল পেশের আগে তোপ অভিষেকের

Date:

Share post:

যে বিজেপি একটি রাজ্যে পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন ৮ দফায় করে থাকে তারাই ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) আইন আনতে চাইছে! বিল পেশের সম্ভাবনাতেই কটাক্ষ করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অবশেষে মঙ্গলবার বেলা বারোটায় সেই বিল যখন পেশ হতেই চলেছে তখন আরো একবার-অগণতান্ত্রিক বিজেপির নীতির মুখোশ খুলে দিলেন ডায়মন্ড হারবার সংসদ।

মঙ্গলবার বেলা ১২টায় সংসদের অধিবেশনে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) পেশ করবেন ‘এক দেশ এক ভোট’ বিল। তার আগে অভিষেকের দাবি, সংসদে যখন সংবিধান নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। তার মধ্যেই নির্লজ্জ (unashamed) বিজেপির সংবিধান বিরোধী বিল পেশ আজ, যা শুধুমাত্র গণতন্ত্রের উপর নির্লজ্জ আক্রমণ ছাড়া আর কিছুই নয়।

এর ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক আরও দাবি করেন, সাধারণ মানুষের নিয়মিত ভোটাধিকারের মৌলিক অধিকারকে ছিনিয়ে নেওয়াই ‘এক দেশ এক ভোটে’র (One Nation One Election) মূল লক্ষ্য। এর ফলে নির্বাচনের মধ্যে দিয়ে সরকারকে দায়বদ্ধ করা এবং সরকারের যথেচ্ছ শক্তি প্রয়োগের ক্ষমতাকে প্রশ্ন করা থেকে মানুষ বঞ্চিত হবেন। এই বিল শুধুমাত্র একটি বিল নয়, এর মাধ্যমে ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠার কারিগরদের যে আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তার উপর সরাসরি অপমান হানা হবে।

তবে তৃণমূল যে কোনভাবেই এই জনবিরোধী বিল পাস হতে দেবে না তাও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। তিনি জানান, “বাংলা চুপ করে বসে থাকবে না। ভারতের আত্মার রক্ষা এবং অগণতান্ত্রিক উদ্দেশ্যকে গুঁড়িয়ে দিতে আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করব।”

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...