Friday, August 22, 2025

সোশ্যাল মিডিয়ায় চন্দ্রবাবুদের ছবি পোস্ট, এফআইআর দায়ের পরিচালকের বিরুদ্ধে

Date:

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে পড়লেন চিত্র পরিচালক রামগোপাল ভার্মা (Ramgopal Verma)। বরাবরই চন্দ্রবাবু নাইডুর তীব্র সমালোচক রামগোপাল। সম্প্রতি তিনি অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার আপত্তিকর পোস্ট করেন। শুধু চন্দ্রবাবু নন, তিনি মুখ্যমন্ত্রীর পুত্র, পুত্রবধু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট করেন বলে অভিযোগ। এরপরই অন্ধ্রপ্রদেশ পুলিশ পরিচালক রাম গোপাল ভার্মার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের সিদ্ধান্ত নেয়। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মদ্দিপাদু থানায় রামগোপাল বার্মার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে (IT Act) অভিযোগ দায়ের হয়। টিডিপি (TDP) নেতা রামালিঙ্গম অভিযোগ দায়ের করেন।সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি পোস্ট করেছেন তাতে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও তাঁদের পরিবারের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ।

ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার দামোদর বলেন, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর পরিবারের সদস্যদের এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিকৃত ছবি সোশাল মিডিয়ায় পোস্ট (social media post) করার অভিযোগে রবিবার রামগোপাল ভার্মার (Ramgopal Verma) বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে আমরা তদন্ত শুরু করেছি। পরিচালক ভার্মা ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এজন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে পাল্টা অভিযোগ‌। রামগোপাল, পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর তীব্র সমালোচক ভার্মা এর আগে ‘লক্ষ্মীর এনটিআর’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন। সেখানে ২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়।এই সিনেমায় চন্দ্রবাবু নাইডুকে দেখানো হয় ‘খলনায়কের’ ভূমিকায়।

Related articles

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...
Exit mobile version