Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) ২০২৫-এ বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসার কথা এই টুর্নামেন্ট। তবে ইতিমধ্যে বিসিসিআই জানিয়ে দিয়েছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারতীয় দল। জানা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলের প্রস্তাব দেয়। আর সূত্রের খবর , এই হাইব্রিড মডেল মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২) পারথ টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন যশস্বী জসওয়াল। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেন ভারতের তরুণ ব্যাটার । আর যশস্বীর এই ইনিংসে মুগ্ধ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বললেন, যশ্বসীর ব্যাটিং-এ কোন খুঁত নেই।

৩) পারথ টেস্টে ব্যাট হাতে দাপট দেখান ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পারথে দ্বিতীয় ইনিংসে শতরানে অপরাজিত থাকেন তিনি। সেই সুবাদেই বর্ডার-গাভাস্কর ট্রফিতে প্রথম টেস্ট ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া। কোন মন্ত্রে সাফল্য পেয়েছেন বিরাট? সেই রহস্যে ফাঁস করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর ।

৪) রঞ্জিট্রফিতে বল হাতে দাপট দেখাচ্ছেন মহম্মদ শামি। এখন খেলছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। আর জানা যাচ্ছে, শামির টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তন নির্ভর করছে অনেক শর্তের ওপর দাঁড়িয়ে। যেই শর্ত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই সূত্রের খবর।

৫) কেন দিল্লি ক্যাপিটালস ছেড়ে ছিলেন ঋষভ পন্থ? সেই নিয়ে এবার মুখ খুললেন দিল্লি দলের অন্যতম মালিক পার্থ জিন্দাল। পার্থ জিন্দাল জানিয়েছেন, টাকা নয়, দলের সঙ্গে অন্য একটি কারণে মতবিরোধ হয়েছিল পন্থের।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ