Saturday, November 8, 2025

বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

Date:

বিজয় দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করল সেনাবাহিনী। জিওসি (আইএনসি) ইস্টার্ন কমান্ড রামচন্দ্র তিওয়ারি বলেন, বাংলায় আমরা সবরকম সাহায্য পাই মুখ্যমন্ত্রীর তরফে। রাজ্য সরকারের সঙ্গে আমাদের একাধিক বিষয়ে মত বিনিময় করি এবং বিভিন্ন অনুষ্ঠানও করে থাকি। উনি এখানে এসেছেন, এটা আমাদের গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রেসকোর্সে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে স্মরণ করে দেশের জন্য তাঁদের আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় ভরিয়ে দেন।

মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সেনাবাহিনী নিয়ে আমরা সবসময় গর্বিত। সেনাবাহিনী তাঁদের বলিদান ও কাজের মধ্যে দিয়ে আমাদের গর্বিত করেছে। আমাদের সেনাবাহিনীর শারীরিক সক্ষমতা ও নৈতিক দিকও প্রশংসাযোগ্য। এই বিজয় দিবসে একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রেক্ষিতে বাংলা ও দেশের ভূমিকা উল্লেখযোগ্য। আমরা কোনওদিন মুক্তিযোদ্ধাদের ভুলতে পারব না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে আত্মত্যাগ ও বলিদান রয়েছে তা ভোলার নয়। যদিও এখনকার বাংলাদেশের পরিস্থিতি জানি না। এ-বিষয়ে কেন্দ্র এবং ভারতীয় সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। বাহিনীর শৌর্যের কথা বলতে গিয়ে তিনি চিন যুদ্ধের প্রসঙ্গ তোলেন। এরপর ১৯৭১-র মুক্তিযুদ্ধের কথা বলেন। এ প্রসঙ্গে প্রয়াত লতা মঙ্গেশকরের কালজয়ী সেই গানের (অ্যায় মেরে ওয়াতন কে লোগো) কথাও তিনি তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী বলেন, দেশের জন্য যাঁরা শহিদ হয়েছেন এই বিজয় দিবসে তাঁদের শ্রদ্ধা জানাই।

 

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version