মঙ্গলে নৈহাটির বড়মার মন্দিরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সদ্য সমাপ্ত উপনির্বাচনে নৈহাটি থেকে রেকর্ড ব্যবধানে জিতেছেন তৃণমূল (TMC) প্রার্থী সনৎ দে (Sanat De)। তার পরই বড়মার মন্দিরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ সেখানে যাওয়ার কথা।

পার্থ ভৌমিক (Partha Bhowmik) লোকসভায় চলে যাওয়ায় খালি হয় নৈহাটি বিধানসভা কেন্দ্রটি। উপনির্বাচনে এবার সেই কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছেন তৃণমূল (TMC) প্রার্থী সনৎ দে। পেরিয়ে গিয়েছে পার্থ ভৌমিকের জয়ের ব্যবধানকেও। এই আবহেই মঙ্গলবার নৈহাটি যাচ্ছেন মমতা। সূত্রের খবর বিকেলে পুজো দেবেন তিনি। তাঁর আসার খবরে বেড়েছে নিরাপত্তা। জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বারাকপুর পুলিশ (Police) কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে করেন। মন্দির ও আশপাশের নিরাপত্তা খতিয়ে দেখে মন্দির কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করবেন তাঁরা। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আগমন উপলক্ষ্যে সাজো সাজো রব মন্দির চত্বরেও।

আরও খবর: ওয়াকফ নিয়ে জেপিসির মেয়াদ বৃদ্ধি: স্পিকারকে চিঠি বিরোধী দলের সাংসদদের