Thursday, May 15, 2025

সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ব্যর্থ ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রও! অভিষেকের প্রশ্নে সংসদে পর্দাফাঁস

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে মোদি সরকারের ও বিভিন্ন রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার পর্দাফাঁস। দেশে ক্রমান্বয়ে বেড়ে চলা সাইবার অপরাধ নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যর্থ হচ্ছে মোদি সরকার, প্রমাণ মিলেছে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লিখিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের দেওয়া উত্তরেই৷

দেশের কোন রাজ্যে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime) এবং এই অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে কী পদক্ষেপ করছে মোদি সরকার ? লিখিত প্রশ্নের মাধ্যমে সরকারের থেকে জানতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে একই বিষয়ে প্রশ্ন করেছিলেন লোকসভার আরও ২২ জন সাংসদ৷ এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে লোকসভায় যে পরিসংখ্যান তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার, সেখানে দেখা যাচ্ছে ২০২০ থেকে ২০২২- এই তিন বছরে সারা দেশে সাইবার ক্রাইমের ঘটনায় মামলা রুজু হয়েছে ১৬৮৯০২টি৷ এই তিন বছরে সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে ৭১৫৯৩ জন৷ এর মধ্যে সাজা প্রাপ্ত হয়েছে মাত্র ৩৫১২ জন৷ এর মধ্যে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে মারাত্মক ভাবে বাড়ছে সাইবার অপরাধ। সরকারি পরিসংখ্যানেই উঠে এসেছে এই তথ্য৷ বাংলায় তুলনামূলক ভাবে সাইবার অপরাধের সংখ্যা অনেক কম- জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যানে৷

বেড়ে চলা সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য কোনও গঠনমূলক পদক্ষেপ কি নিচ্ছে মোদি সরকার? এই প্রশ্নের উত্তরে রীতিমত হোঁচট খেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত৷ তারপরেও কেন্দ্রীয় সরকারের তরফে লাগাতার চেষ্টা করা হচ্ছে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করার৷ অর্থাৎ তাঁর মন্তব্য থেকেই স্পষ্ট, বিজেপিশাসিত রাজ্যগুলি সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ব্যর্থ।

 

 

spot_img

Related articles

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...