Sunday, January 11, 2026

বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি করের নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তিলোত্তমা নামের (R G Kar) নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগ উঠেছে।

প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, আরজি করের নির্যাতিতার নাম প্রকাশ করার ঘটনায় যদি বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে।’

অভিযোগ, আরজি করের নির্যাতিতার নাম একাধিকবার প্রকাশ্যে এনেছেন বিনীত গোয়েল এবং তা আইনবিরুদ্ধ। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে ওঠা এই মামলায় বৃহস্পতিবার কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়, এই ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের কোনও ভূমিকা নেই। স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যের তরফ থেকে বিষয়টি বিবেচনাযোগ্য।

এ দিন আদালত নির্দেশ দিয়েছে, রাজ্য, কেন্দ্র এবং বিনীত গোয়েলকে নিজেদের বক্তব্য আদালতে হলফনামা আকারে জমা দিতে হবে। মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে ২৩ ডিসেম্বর।

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সময় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন বিনীত গোয়েল। পুলিশ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, এই অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেন জুনিয়র ডাক্তাররা। পরে তাকে এই পদ থেকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার পদে আনা হয় মনোজ ভার্মাকে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...