Thursday, August 28, 2025

আরসিবির নেতৃত্বে ফিরছেন বিরাটই, জল্পনার মাঝে মুখ খুললেন কোহলির এক সতীর্থ

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর মেগা নিলাম। সেখানে প্রতিটি ফ্রাঞ্চাইজি দল তাদের টিম গুছিয়ে নিয়েছে। বাদ যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। নিলামের আগে রিটেশনে আরসিবি ছেড়ে দিয়েছে তাদের গতবারের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে। এমনকি নিলামেও ডুপ্লেসিকে নেয়নি আরসিবি। আর এরপরই জল্পনা ছড়ায় ফের অধিনায়কের দায়িত্বে ফিরতে চলেছেন বিরাট কোহলি। যদিও এই নিয়ে বিরাট বা আরসিবি কর্তৃপক্ষ কেউ মুখ খোলেনি। তবে এরই মধ্যে এই নিয়ে মুখ খুললেন বিরাটের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন জানান, আরসিবির নেতৃত্বে ফের বসতে চলেছেন বিরাট ।

এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, “ আমার মনে হয় কোহলিই আবার অধিনায়ক হবে। কারণ, নিলামে ওরা কোনও অধিনায়ক নেওয়ার চেষ্টা করেনি। যদি অন্য কাউকে অধিনায়ক করার পরিকল্পনা থাকত তাহলে সে রকম কোনও বড় নাম ওরা নিলামে নিত। তাই কোহলি ছাড়া আর কাউকে দেখছি না যে বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারে।“ কোহলিকেই যে আবার অধিনায়ক করা হবে সেকথা আগেই বলেছিলেন আরসিবির প্রাক্তন ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। তিনি বলেন, “এখনও বেঙ্গালুরু কারও নাম ঘোষণা করেনি। কিন্তু কোহলি ছাড়া কেউ ওদের হাতে নেই। কোহলিই এ বার অধিনায়ক হবে।“

এবারের নিলামের আগে রিটেশনে মাত্র তিন জনকে ধরে রেখেছিল বেঙ্গালুরু। সেই তালিকায় ছিলেন কোহলি। বিরাটকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছে বেঙ্গালুরু। আর তখনই জল্পনা শুরু হয়েছিল যে কোহলিকেই নতুন অধিনায়ক করবে আরসিবি।

আরও পড়ুন- পিঁড়িতে বসতে চলেছেন অলিম্পিক্সে পদক জয়ী সিন্ধু, পাত্র কে ?


spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...