Sunday, August 24, 2025

রাহুলের পাশে দাঁড়ানোর খেসারত! মধ্যপ্রদেশে ‘ইডির চাপে’ আত্মঘাতী দম্পতি

Date:

Share post:

মধ্যপ্রদেশের (Madhyapradesh) সেহোরে জেলার এক ব্যবসায়ী দম্পতির আত্মহত্যার ঘটনায় কাঠগড়ায় এবার বিজেপি সরকারের এজেন্সি (central agency) প্রয়োগের রাজনীতি। বরাবর দেশের বিরোধী দলগুলি অভিযোগ করে এসেছে রাজনৈতিক নেতাদের চাপে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োগ করেছে মোদি সরকার। এবার সেই অভিযোগে আত্মঘাতী মধ্যপ্রদেশের দম্পতি, যাঁরা রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় সমর্থন জানিয়েছিলেন।

সেহরের (Sehore) বাসিন্দা মনোজ পার্মার ও তাঁর স্ত্রী সুইসাইড নোটে ইডিকেই (enforcement directorate) তাঁদের মৃত্যুর জন্য দায়ী করেছেন। লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় মনোজের ছেলে রাহুল গান্ধীর হাতে নিজের পিগি ব্যাংক তুলে দিয়েছিল সমর্থনের প্রতীক হিসেবে। এরপর থেকেই ক্রমাগত মনোজের ইন্দোর (Indore) ও সেহরের (Sehore) সম্পত্তি নিয়ে তদন্তের নামে মানসিক অত্যাচার চালাতে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অভিযোগ পরিবারের।

মনোজের তিন সন্তান ১৩, ১৬ ও ১৮ বছর বয়সি। সুইসাইড নোটে (suicide note) হয়রানির অভিযোগের পাশাপাশি সেই তিন সন্তানের দায়িত্ব রাহুল গান্ধীকে নেওয়ার জন্য অনুরোধ করে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই মনোজের বহু সম্পত্তি এবং ৩.৫ লক্ষ টাকার ব্যাঙ্ক ব্যালেন্স বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর বিরুদ্ধে ২০১৭ সালের সিবিআইয়ের তদন্তাধীন অর্থ তছরুপের মামলা সহ সাত কোটি টাকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগও এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযোগে তাঁকে জেলেও ভরা হয়েছিল।

তবে পরিস্থিতি সব থেকে খারাপ হয় রাহুল গান্ধীর হাতে মনোজের ছেলে নিজের পিগি ব্যাঙ্ক তুলে দেওয়ার পর থেকেই। এর পরই ইডির (enforcement directorate) চাপ বাড়তে থাকে বলে অভিযোগ। ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের বাসিন্দা, মনোজের ভাই কৈলাসের দাবি তদন্তের নামে হয়রানির কারণে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন মনোজ ও তাঁর স্ত্রী। এরপরই তাঁরা চরম সিদ্ধান্ত নেন।

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...