Sunday, May 4, 2025

রাহুলের পাশে দাঁড়ানোর খেসারত! মধ্যপ্রদেশে ‘ইডির চাপে’ আত্মঘাতী দম্পতি

Date:

Share post:

মধ্যপ্রদেশের (Madhyapradesh) সেহোরে জেলার এক ব্যবসায়ী দম্পতির আত্মহত্যার ঘটনায় কাঠগড়ায় এবার বিজেপি সরকারের এজেন্সি (central agency) প্রয়োগের রাজনীতি। বরাবর দেশের বিরোধী দলগুলি অভিযোগ করে এসেছে রাজনৈতিক নেতাদের চাপে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োগ করেছে মোদি সরকার। এবার সেই অভিযোগে আত্মঘাতী মধ্যপ্রদেশের দম্পতি, যাঁরা রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় সমর্থন জানিয়েছিলেন।

সেহরের (Sehore) বাসিন্দা মনোজ পার্মার ও তাঁর স্ত্রী সুইসাইড নোটে ইডিকেই (enforcement directorate) তাঁদের মৃত্যুর জন্য দায়ী করেছেন। লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় মনোজের ছেলে রাহুল গান্ধীর হাতে নিজের পিগি ব্যাংক তুলে দিয়েছিল সমর্থনের প্রতীক হিসেবে। এরপর থেকেই ক্রমাগত মনোজের ইন্দোর (Indore) ও সেহরের (Sehore) সম্পত্তি নিয়ে তদন্তের নামে মানসিক অত্যাচার চালাতে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অভিযোগ পরিবারের।

মনোজের তিন সন্তান ১৩, ১৬ ও ১৮ বছর বয়সি। সুইসাইড নোটে (suicide note) হয়রানির অভিযোগের পাশাপাশি সেই তিন সন্তানের দায়িত্ব রাহুল গান্ধীকে নেওয়ার জন্য অনুরোধ করে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই মনোজের বহু সম্পত্তি এবং ৩.৫ লক্ষ টাকার ব্যাঙ্ক ব্যালেন্স বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর বিরুদ্ধে ২০১৭ সালের সিবিআইয়ের তদন্তাধীন অর্থ তছরুপের মামলা সহ সাত কোটি টাকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগও এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযোগে তাঁকে জেলেও ভরা হয়েছিল।

তবে পরিস্থিতি সব থেকে খারাপ হয় রাহুল গান্ধীর হাতে মনোজের ছেলে নিজের পিগি ব্যাঙ্ক তুলে দেওয়ার পর থেকেই। এর পরই ইডির (enforcement directorate) চাপ বাড়তে থাকে বলে অভিযোগ। ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের বাসিন্দা, মনোজের ভাই কৈলাসের দাবি তদন্তের নামে হয়রানির কারণে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন মনোজ ও তাঁর স্ত্রী। এরপরই তাঁরা চরম সিদ্ধান্ত নেন।

spot_img
spot_img

Related articles

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...