Tuesday, January 13, 2026

রাহুলের থেকে ভালো নেতা অভিষেক: দিলীপের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রবল জল্পনা

Date:

Share post:

বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে এগিয়ে এগিয়ে থাকার খবর আসার শুরু মধ্যেই বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য ঘিরে প্রবল শোরগোল রাজনৈতিক মহলে। তিনি বলেন, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি।“ রাজনৈতিক মহলের মতে, গেরুয়া শিবিরে দিলীপ ঘোষই বাস্তবটা আগে বুঝলেন।


কী বলেন দিলীপ?
“‌আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি। রাহুল গান্ধী ৩০–৪০টা ভোট হেরেছেন। তিনি রিজেক্ট হয়ে গিয়েছেন একপ্রকার। তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত বলে মনে হয় আমার। নেতৃত্বে মানুষ স্বীকার করবে কি না, পার্টি স্বীকার করবে কি না এক কথা, আর সময়ের স্বীকার করা অন্য কথা।’ “

এই মুহূর্তে রাজ্যে বিজেপির কোনও পদে নেই দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত লোকসভা নির্বাচনে তাঁকে খড়্গপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করায় তাঁর সঙ্গে অন্যায় হয়েছে বলে সরব হয়েছিলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। লোকসভা ভোটে হারার পর থেকে রাজ্য বিজেপির সঙ্গে দিলীপের তেমন সখ্যতার ছবি কখনই সামনে আসেনি। এই উপনির্বাচনেও তেমন সক্রিয় ছিলেন না দিলীপ। দিল্লির বিজেপি নেতারা যখন বাংলায় সভা করছেন, তখন দিলীপ ছিলেন নিজের চা চক্রে। এবার তাঁর মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশংসায় নানা জল্পনা রাজনৈতিক মহলে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এখন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর নেতৃত্বে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কিছুটা ভালো জায়গায় গিয়েছে কংগ্রেস। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক নিজের রেকর্ডই ভেঙে বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছেন। তাঁর সেনাপতিত্বে তৃণমূল এখন বিরোধীদের মধ্যে তৃতীয় বৃহত্তম দল। সেখানে দিলীপ ঘোষের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।








spot_img

Related articles

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...